ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবিতে মেসের খাবার নিয়ে দ্বন্দ্ব ॥ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০৬:০৫, ১২ অক্টোবর ২০১৭

ঢাবিতে মেসের খাবার নিয়ে দ্বন্দ্ব ॥ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের মেসে প্রয়োজনের তুলনায় বেশি খাবার নিতে বাধা দেয়ায় মেস ম্যানেজারকে ছুরিকাঘাত করেছে একই হলের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সাবেক এক শিক্ষার্থী। মঙ্গলবার মধ্যরাতে হলের মেসে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অভিযুক্ত ছাত্র আবু জোবায়ের তালহা ২০০৯-১০ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের সাবেক ছাত্র। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে হলে থাকার বৈধতা উত্তীর্ণ হওয়ায় ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগামী ২২ অক্টোবরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস দিয়েছে হল প্রশাসন। এই সময়ের মধ্যে হল না ছাড়লে তাদেরকে জোরপূর্বক বের করে দেয়া হবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বদিউজ্জামান সুফি জানান, মঙ্গলবার দুপুরে হলের মেস থেকে আবু জোবায়ের তালহার খাবার নিতে আসে তার ছোট ভাই (ভর্তি পরীক্ষার্থী)। সে প্রয়োজনের তুলনায় বেশি করে খাবার নিলে এতে বাধা দেয় ফারুক। পরে সে এই ঘটনা তালহাকে জানালে তালহা ওমর ফারুকের রুমে গিয়ে তাকে না পেয়ে রুমমেটদের হুমকি দিয়ে আসে। পরে রাত এগারোটার দিকে আবার তালহা মেসে এসে ফারুকের সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। এতে ফারুকের পেট ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের নিকট পাঠানো হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
×