ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৫, ১২ অক্টোবর ২০১৭

উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দেশে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত রয়েছে। এমন অনুকূল পরিবেশে স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে আমরা উন্নয়নের আরও দৃষ্টান্ত স্থাপন করতে পারি। বুধবার পাঁচটি জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ই-এমআইএস) কার্যক্রম সম্প্রসারণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মুস্তাফা সারোওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিক্যাল এডুকেশন এ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। ইউএসএআইডি-এর আর্থিক সহযোগিতায় মেজার ইভ্যালুয়েশন, আইসিডিডিআরবি, মামনি এইচএসএস এবং এসআইএপিএস পরিবার পরিকল্পনা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরকে এই কার্যক্রমের জন্য কারিগরি সহযোগিতা প্রদান করছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মাঠকর্মী ও সেবা প্রদানকারীদের তথ্য ব্যবস্থাপনার কাজকে ডিজিটাল করা। এর আগে ২০১৫ সালে পরীক্ষামূলকভাবে ই-এমআইএস কার্যক্রম শুরু হয় হবিগঞ্জ ও টাঙ্গাইল জেলায়। শিক্ষার্থী আবু তালহার হত্যাকারীদের বিচার হবেই ॥ স্বাস্থ্যমন্ত্রী ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু তালহার হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অপরাধীরাও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার হবে। শুধু গ্রেফতারই হবে না, বিচারও নিশ্চিত করা হবে। আমি সরকারের পক্ষ থেকে তালহার পরিবারকে আশ্বস্ত করছি। মোহাম্মদ নাসিম বুধবার রাজধানীর ওয়ারীর কে এম দাস লেন সড়কে নিহত তালহার বাসায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
×