ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এই সময়ে অপু বিশ্বাস

প্রকাশিত: ০৫:৫৪, ১২ অক্টোবর ২০১৭

এই সময়ে অপু বিশ্বাস

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ার কাটনার পাড়ার সেই ছোট্ট মেয়েটিই আজকের অপু বিশ্বাস। বুলবুল ললিতকলা একাডেমি এবং পরবর্তীতে বগুড়ার ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর পলাশের কাছ থেকে নিজেকে নাচে পারদর্শী করে তোলেন। যখন লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় নাম লেখানোর জন্য কিছু ছবি তোলেন, সেই ছবিই বগুড়ার সন্তান অভিনেতা আহসানুল হক মিনুর হাত ধরে চলে যায় বরেণ্য নির্মাতা আমজাদ হোসেনের কাছে। দেখেই পছন্দ হয়ে যায় অপু বিশ্বাসকে। ‘কাল সকালে’ চলচ্চিত্রে শাবনূরের বান্ধবী এবং পরবর্তীতে সুুভাষ দত্তের ‘ও আমার ছেলে’ চলচ্চিত্রে অভিনয় করেন। কিন্তু ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয় দেখে ভাললেগে যায় নির্মাতা এফ আই মানিকের। অপু অভিনয় করেন এই পরিচালকের ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে। বিপরীতে শাকিব খান। মুক্তির পর এই চলচ্চিত্র দিয়েই রাতারাতি তারকাখ্যাতি পান অপু বিশ্বাস। না, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শাকিব খান আর অপু বিশ্বাসই পরবর্তীতে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটিতে পরিণত হন। বহু দর্শকপ্রিয় এবং ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। বাস্তব জীবনেও তারা জুটি। তাদের একমাত্র সন্তানের নাম আব্র্রাম খান জয়। এদিকে অপু বিশ্বাস এরইমধ্যে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রের শুটিং করেছেন গাজীপুরের পূবাইলে শাকিব খানের শূটিং বাড়িতে। শিগগিরই অপু এই চলচ্চিত্রের ডাবিং-এর কাজ শেষ করবেন।
×