ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বিকাশ এজেন্ট খুন

প্রকাশিত: ০৫:৩৮, ১২ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জে বিকাশ এজেন্ট খুন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কামারখন্দে জিন্নাহ (৪২) নামে এক বিকাশ এজেন্টকে জবাই করে হত্যার পর টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত জিন্নাহর বাড়ি উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে। জানা যায় মঙ্গলবার রাত ১০ টার দিকে নান্দিনামধু গ্রামের একটি খালে নিহতের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এলাকাবাসী জানান, নিহত জিন্নাহ স্থানীয় বিকাশ এজেন্ট ও কয়েকটি মোবাইল অপারেটর কোম্পানির লোড ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে টাকা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। তাড়াশে শাহনাজ পারভীন (৪০) নামে এক মহিলাকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় তাড়াশ থানার তালম ইউনিয়নের তালমমেলা গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহনাজ পারভীন তালম মেলা গ্রামের আবদুল মমিনের স্ত্রী। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় তালম ইউনিয়নের ইউপি সদস্য আবু তালেব জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শাহনাজ পারভীন। রাত ১১টার দিকে তার স্বামী বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে। তার কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশপাশের লোকজনকে ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শাহনাজ পারভীনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ফরিদপুরে চাচা নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, আলফাডাঙ্গা বাজারে দোকানঘর নির্মাণ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মো. আজিজার মোল্লা (৫৫), তার বাড়ি উপজেলার উথলী গ্রামে। স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিরগ্রাম বাজারে দোকানঘর নির্মাণের চেষ্টা করছিলেন আজিজার মোল্লা। এ সময় তার ভাই জালাল মোল্লার ছেলে আলী রেজা (২৩) এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলী রেজা চাচা আজিজার মোল্লাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুপুরে তার মৃত্যু হয়। মাদারীপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলাইকান্দি গ্রামের মান্নান খানের মেয়ে সোনিয়া আক্তারকে (২৫) মঙ্গলবার মধ্যরাতে যৌতুক না দেয়ায় গলায় ফাঁস লাগিয়ে শ^াসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে স্বামী রাজমিস্ত্রী শাহিন মীরের বিরুদ্ধে। দেড় বছর আগে একই ইউনিয়নের পাতিলাদি গ্রামের রাজ্জাক মীরের ছেলে শাহিনের সঙ্গে সোনিয়া আক্তারের সম্পর্ক হলে তারা দু‘জন বিয়ে করে। তাদের ঘরে দুই মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় সোনিয়ার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল শ^শুরবাড়ির লোকজন। সোনিয়ার ভাই মিশর খান বলেন, ‘বুধবার সকালে সোনিয়ার শ^শুরবাড়ির পাশে লোকজন আমাদের খবর দিলে আমরা সেখানে গিয়ে দেখি বোনের লাশ। পরে সদর হাসপাতালে নিয়ে আসি বেঁচে আছে কিনা তা জানার জন্য। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমার বোনকে জোরপূর্বক বিয়ে করার পর আমরা মেনে নেইনি। বোন স্বামীর বাড়িতেই থাকত। বিভিন্ন সময় ফোনে সোনিয়া আমাদের বলতো যৌতুকের টাকার জন্য মারপিট করার কথা। ভূঞাপুরে যুবক সংবাদদদাতা ভূঞাপুর, টাঙ্গাইল থেকে জানান, পৌর শহরের পার্শ্ববর্তী যোগিহাটি গ্রামে হেকমত আলী (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে নিহতের বাড়ির পাশে পরিত্যাক্ত জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের পিতার নাম ইনছান আলী।
×