ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জোড়া খুন মামলা

তিন দিনের রিমান্ডে যুবলীগ কর্মী অমিত মুহুরী

প্রকাশিত: ০৫:৩৭, ১২ অক্টোবর ২০১৭

তিন দিনের রিমান্ডে যুবলীগ কর্মী অমিত মুহুরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে জোড়া খুনের এক মামলায় আওয়ামী যুবলীগ কর্মী অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভুঁইয়া এ আদেশ দেন। একই আদালত অমিত মুহুরীকে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ হয়। সিআইডি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারের একটি মার্কেট থেকে আরমান ও হিরু নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে আরমান লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার ইদ্রিসের পুত্র এবং হিরু পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকার আবদুর রহিমের পুত্র। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হলেও তাতে আসামি হিসেবে অমিত মুহুরীর নাম ছিল না। তবে মামলার তদন্তে তার সংশ্লিষ্ট প্রমাণ বেরিয়ে আসে। সে কারণে সিআইডির পক্ষ থেকে প্রথমে ওই মামলায় অমিতকে গ্রেফতার দেখানোর আবেদন হয়। এ আবেদন মঞ্জুরের পর দাখিল হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন। বিচারক শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
×