ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক মাসেও উদ্ধার হয়নি কুমিল্লা ক্লাব কর্মচারীর লাশ

প্রকাশিত: ০৫:৩৪, ১২ অক্টোবর ২০১৭

এক মাসেও উদ্ধার  হয়নি কুমিল্লা ক্লাব  কর্মচারীর  লাশ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ অক্টোবর ॥ কুমিল্লা ক্লাব কর্মচারী কামরুল হাসান খন্দকার নামে এক যুবক হত্যাকা-ের একমাস পেরিয়ে গেলেও এ পর্যন্ত লাশের সন্ধান মেলেনি। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজন হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানের পর দাউদকান্দির মেঘনা-গোমতী নদীতে পুলিশ একাধিকবার তল্লাশি চালিয়েছে। কিন্তু এ পর্যন্ত লাশের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিহতের পরিবার ও স্বজনরা। নিহত কামরুল কুমিল্লা নগরীর নেউরা সৈয়দপুর এলাকার আবদুর রহমান খন্দকারের ছেলে। জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ও প্রেমের ফাঁদে ফেলে নার্গিস আক্তার নামে এক নারী ও সঙ্গীয় প্রতারকচক্র গত ৬ সেপ্টেম্বর কুমিল্লা ক্লাবের কর্মচারী কামরুল হাসান খন্দকারকে দাওয়াত দিয়ে দাউদকান্দিতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে আটকে রেখে মারধর করে মুক্তিপণ দাবি করে। এ সময় বিকাশের মাধ্যমে কিছু টাকা আদায় করে আবারও মুক্তিপণ চাইলে কামরুল অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই চক্রের সদস্যরা তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তাকে ট্রলারে উঠিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য মেঘনা-গোমতী নদীতে ফেলে দেয়। গত ২১ সেপ্টেম্বর জেলার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মুকুল মেম্বারের ছেলে আল-মামুন ও তার স্ত্রী নার্গিস আক্তারসহ দুইজনকে দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা অপহরণ, মুক্তিপণ আদায় ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। এদের মধ্যে আল-মামুনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে। এদিকে আসামিদের স্বীকারোক্তির পর নিহত কামরুলের লাশ উদ্ধারে মেঘনা-গোমতী নদীতে পুলিশ একাধিকবার ডুবুরি দিয়ে তল্লাশি চালালেও এ পর্যন্ত লাশের সন্ধান মেলেনি।
×