ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় পেয়ারা উৎপাদন বেড়েছে

প্রকাশিত: ০৪:২১, ১২ অক্টোবর ২০১৭

মাগুরায় পেয়ারা উৎপাদন বেড়েছে

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ টক মিষ্টি স্বাদের আঙ্গুর পেয়ারা মাগুরায় ব্যাপক সাড়া ফেলেছে। দেখতে আঙ্গুরের মতো এবং এটি খেতে জেলির মতো। গাছে ধরেছে থোকায় থোকায় পেয়ারা। দেখতে অনেকেটা আঙ্গুরের মতো ছোট ছোট। মাগুরা হটিকালচার সেন্টারে এই আঙ্গুর পেয়ারা পরীক্ষামূলকভাবে লাগিয়ে সাফল্য পাওয়া গেছে। প্রতিদিন বহু মানুষ এই পেয়ারা দেখতে আসছেন। আগামীতে এটি চাষীদের মধ্যে ছড়িয়ে দেয়া হবে। ফলে দেশে জেলির চাহিদা আনেকটা মেটানো সম্ভব হবে। জানা গেছে, হটিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ আমিনুল ইসলাম ভারত থেকে আঙ্গুর এই জাতের পেয়ারা গাছ আনেন। গত বছর হটিকালচার সেন্টারের বাগানে রোপণের এক বছর পার হলেই গাছে পেয়ারা এসেছে। এ বছর ব্যাপকভাবে গাছে পেয়ারা ধরেছে। মাগুরা হটিকালচার সেন্টারের উপ-সহকারী কর্মকর্তা উদ্যান মোঃ দেলোয়ার হোসেন জানান, মাগুরা জেলায় আঙ্গুর পেয়ারা চাষীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে। হর্টিকালচার সেন্টারে লাগানো গাছে এবার ব্যাপক আঙ্গুর পেয়ারা ধরেছে।
×