ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করছে ॥ নাসিম

প্রকাশিত: ০৮:২৫, ১১ অক্টোবর ২০১৭

প্রধান বিচারপতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধান বিচারপতি সম্মানিত ব্যক্তি। তিনি নিজে অসুস্থতার কথা জানিয়েছেন। মানুষ যে কোন মুহূর্তে অসুস্থ হতে পারেন। তিনি এখন বিদেশে যেতে চান। এ নিয়েও রাজনীতি শুরু হয়েছে। তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন নিজের ইচ্ছায়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ন্যাশনাল এ্যাডভোকেসি মিটিং অন নিউট্রিশন’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় পুষ্টি বিষয়ক এই কর্মশালার আয়োজন করে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ ইহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, ইউনিসেফসহ দাতা সংস্থার উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিজে ডাক্তার দেখাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন। এরপরও ওরা (বিএনপি) বলে প্রধান বিচারপতি গৃহবন্দী। আমি স্বাস্থ্যমন্ত্রী যদি তাকে দেখতে যাই, তাহলে রাজনীতি শুরু হয়ে যাবে। এ জন্য ভয়ে তাকে দেখতে যাচ্ছি না। তিনি প্রধান বিচারপতি, তাকে কেন গৃহবন্দী করা হবে। একজন প্রধান বিচারপতিকে কি গৃহবন্দী করে রাখা সম্ভব?
×