ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের রাখাইন সফর

প্রকাশিত: ০৭:৪৯, ১১ অক্টোবর ২০১৭

বাংলাদেশসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের রাখাইন সফর

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইনে গিয়ে সেখানকার ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করলেন বাংলাদেশসহ পাঁচ দেশের রাষ্ট্রদূত। মঙ্গলবার মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশ, চীন, ভারত, থাইল্যান্ড ও লাওসের রাষ্ট্রদূতগণ রাখাইন সফর করেন। রাষ্ট্রদূতগণ বিমানে রাখাইনের রাজধানী সিটওয়ে পৌঁছার পর হেলিকপ্টারে করে তাদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হয়। তারা গাড়িতে করেও কয়েকটি জায়গা পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে চাইলে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেন, আমরা মিয়ানমারের ইউনিয়নমন্ত্রী টিন্ট সোয়ের আমন্ত্রণে রাখাইন সফর করি। আমাদের সঙ্গে দেশটির সীমান্ত মন্ত্রী, সামাজিক ব্যবস্থা মন্ত্রী ও রাখাইনের মুখ্যমন্ত্রীও ছিলেন।
×