ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডনিতে ২০ বছর পর খেলবেন ভেনাস

প্রকাশিত: ০৬:৫১, ১১ অক্টোবর ২০১৭

সিডনিতে ২০ বছর পর খেলবেন ভেনাস

স্পোর্টস রিপোর্টার ॥ জানুয়ারির শুরুতেই নতুন বছরের টেনিস লড়াই প্রতি বছরের মতো জমজমাট হবে। আর তখন থেকেই সব টেনিস তারকারা নামবেন অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম আসরটির আগে বড় বড় তারকারাই নামবেন এর আগের টুর্নামেন্টগুলোয়। এবার সাবেক বিশ্বসেরা ভেনাস উইলিয়ামস খেলবে সিডনি ইন্টারন্যাশনালে। গত ২০ বছর এই টুর্নামেন্টে খেলেননি মার্কিন এই কৃষ্ণকন্যা। তাই সিডনিতে তার ফেরাটা বাড়তি এক আকর্ষণ তৈরি করবে নিশ্চিতভাবেই। বর্তমানে ৩৭ বছর বয়স চলছে ভেনাসের। কিন্তু থামেননি তিনি। উল্টো দুর্বার বেগে এগিয়ে চলেছেন। এমনকি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালও খেলেছেন এ বছর। ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে অবশ্য শিরোপাটা জেতা হয়নি তার। ১৪ বছর পর এই গ্র্যান্ডস্লাম আসরের ফাইনালে উঠেছিলেন। অর্থাৎ এই বয়সেও একেবারে তরুণী টেনিস তারকাদের মতোই দাপট দেখিয়ে চলেছেন ভেনাস। এ বছরটা বেশ ভালই কাটিয়েছেন তিনি। উইম্বলডনেরও ফাইনাল খেলেন, সেমিফাইনালে উঠেছিলেন ইউএস ওপেনের। এই দারুণ সাফল্যটা আগামী বছরে শিরোপা জয়ে রূপদান করতে আত্মপ্রত্যয়ী ভেনাস। তিনি বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের প্রথমদিকের অন্যতম একটা টুর্নামেন্ট। সে কারণে আমার হৃদয়ে অবশ্যই এটা বিশেষ একটা অবস্থান দখল করে আছে। সর্বশেষ যেবার আমি সিডনি ইন্টারন্যাশনালে খেলেছিলাম তখন আমার বয়স ছিল ১৭। এতগুলো বছর পর অনেককিছুতেই পরিবর্তন এসেছে।’ ভেনাস গত বছরও নিজেকে নিয়ে বেশ সংগ্রাম করেছিলেন। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছিলেন অনেকখানি। অনেকেই ভেবে নিয়েছিলেন ক্যারিয়ার সমাপ্তির পথে ভেনাসের। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে বছরের শুরুতেই গ্র্যান্ডস্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে চমকে দেন তিনি। এরপর থেকে টানা দাপটের সঙ্গে খেলে গেছেন। সে কারণে র‌্যাঙ্কিংয়ে আবার তিনি বিশ্বের অন্যতম সেরাদের কাতারে উঠে এসেছেন। ২০১১ সালের পর প্রথমবার আবার শীর্ষ পাঁচে ওঠেন তিনি র‌্যাঙ্কিংয়ে। ওই বছরই তিনি ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই ক্যারিয়ারে তার পতন শুরু হয়। তবে এখন সবকিছু ভুলে শুধু সাফল্যের অন্বেষণে আছেন ভেনাস। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এই বছর সত্যিই কিছু অসাধারণ টেনিস খেলতে পেরেছি। আমার মনে হচ্ছে বেশ শক্ত অবস্থানেই আছি আমি। শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট উজ্জীবিত, ফুরফুরে আছি এবং এমন অবস্থা নিয়েই সিডনি যেতে চাই। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালটা সবসময়ই আমার বেশ প্রিয়। সেখানকার দর্শকরা যে পরিবেশ এনে দেয় সেটা সত্যিই ভালবাসি অনেক। আমি আত্মবিশ্বাসী যে আগামী কয়েক মাসে অনুশীলন করে অস্ট্রেলিয়ান ভক্তদের জন্য দারুণ কিছু করে দেখাতে সক্ষম হব।’ এ বছর ব্রিটেনের উদীয়মান টেনিস তারকা জোহানা কন্টা সিডনির শিরোপা জিতেছিলেন। তিনি পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে ৬-৪, ৬-২ সেটে হারিয়ে দেন ফাইনালে। এবারের আসরটি ৭ থেকে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই আসরটিকে আরও বেশ কয়েকটি আসরের পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবেই বিবেচনা করা হয়। সেখানে এবার ভেনাস যদি ভালভাবে শুরু করতে পারেন নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা তার হাতে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে। শেখ রাসেল স্কুল দাবা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সহযোগিতায় আগামী শনিবার সকাল ১০টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দিনব্যাপী শহীদ শেখ রাসেল মেমোরিয়াল স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী ছাত্র-ছাত্রীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে স্ব-স্ব স্কুলের প্রমাণপত্রসহ নাম জমা দিতে হবে। প্রতিযোগিতার খেলা সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের ট্রফি, মেডেল ও সনদপত্র প্রদান করা হবে।
×