ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফগান ক্রিকেটে হাই প্রোফাইল ডিন জোন্স

প্রকাশিত: ০৬:৫১, ১১ অক্টোবর ২০১৭

আফগান ক্রিকেটে হাই প্রোফাইল ডিন জোন্স

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হয়েছিলেন ইনজামাম উল হক, রশিদ লতিফের মতো সাবেক তারকা। পাকিস্তান আফগানদের নিকটতম প্রতিবেশী বলেই সেটা সম্ভব হয়েছিল। এবার সত্যিকার অর্থে হাইপ্রোফাইল কোচ পেল উপমহদেশীয় ক্রিকেটের উদীয়মান শক্তি। হোক না অন্তর্বর্তীকালীন, মোহাম্মদ নবী-রশিদ খানদের পরিচর্যার দায়িত্ব নিলেন অস্ট্রেলিয়ার আশির দশকের লিজেন্ডারি ব্যাটসম্যান ডিন জোন্স। লাল চাঁদ রাজপুতের পর যুদ্ধবিধ্বস্ত দেশটির কোচ হওয়ার দৌড়ে এগিয়েছিলেন ভারতেরই আরেক সাবেক মোহাম্মদ কাইফ। কিন্তু আফগানিস্তানের ঘরোয়া টি২০ লীগে ধারাভাষ্য দিয়ে এসিবি কর্তাদের মন জয় করেন ৫৬ বছর বয়সী জোন্স। আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপে আফগানিস্তানের ভার সামলাবেন জোন্স। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলবে নবী-রশিদদের দেশ। প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে অপরাজেয় হিসেবে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সামনে কেবল আয়ারল্যান্ড। সম্প্রতি টেস্টের মর্যাদা পেয়েছে আফগানরা। সাদা পোশাকের অভিজাত আঙিনায় পা রাখার আগে প্রথম শ্রেণীর কন্টিনেন্টাল তাদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও গত কয়েক মৌসুম ধরে এ টুর্নামেন্টের অন্যতম সফল দল আফগানিস্তানই। মঙ্গলবার জোন্সকে জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মূলত ২০ অক্টোবার হংকংয়ে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল কাপের (কন্টিনেন্টাল) সূচীর জন্যই তাকে প্রধান কোচ করা হয়েছে। গত আগস্টের পর থেকে কোচশূন্য ছিল আফগান ক্রিকেট। সর্বশেষ দায়িত্বে থাকা ভারতের লালচাঁদ রাজপুতের সঙ্গে নতুন করে আর চুক্তি করেনি এসিবি। আর আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আফগানিস্তানের হয়ে কাজ করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম অবশ্যই সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামম উল হক ও রশিদ লতিফ। ছিলেন আরেক সাবেক পাকিস্তানী কবির খানও। ক’দিন আগে অবশ্য খবর এসেছিল ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ দেশটির কোচের তালিকায় সবার ওপরে আছেন। তবে শেষ পর্যন্ত ডিন জোন্সকেই পছন্দ করল এসিবি। বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার জোন্স ১৯৮৪-১৯৯৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্ট ও ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৮ সেঞ্চুরিতে করেছেন প্রায় ১০ হাজার রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সেঞ্চুরি ৫৫টি, রান প্রায় ২০ হাজার। স্বভাবতই অনুমেয় জোন্স কত বড় মাপের ব্যাটসম্যান ছিলেন। অগ্রসরমান আফগান ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে তার নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টি২০ বিশ্বকাপ ও এশিয়া কাপে প্রতিনিধিত্ব করা দেশটি সদ্য সাবেক হওয়া অধিনায়ক নওরোজ মঙ্গলকে ম্যানেজমেন্টের উচ্চপদে নিয়োগ দেয় এসিবি। টিএ্যান্ডটি-অগ্রণী ব্যাংক ম্যাচ ড্র স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলে মঙ্গলবার একটি খেলা অনুষ্ঠিত হয়। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মতিঝিল টিএ্যান্ডটি ক্লাব গোলশূন্য ড্র করে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব লিমিটেডের সঙ্গে। নিজেদের একাদশ ম্যাচে এটা টিএ্যান্ডটির পঞ্চম ড্র। ১৭ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা অগ্রণী ব্যাংকের চতুর্থ ড্র। ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে দশ দলের মধ্যে অষ্টম স্থানে।
×