ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ার হৃদয় ভেঙ্গে প্লে-অফে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:৪৯, ১১ অক্টোবর ২০১৭

সিরিয়ার হৃদয় ভেঙ্গে প্লে-অফে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার হৃদয় ভেঙ্গে বিশ্বকাপ বাছাই ফুটবলের চূড়ান্ত প্লে-অফে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার এশিয়া অঞ্চলের দুই গ্রুপের সেরা রানার্সআপ দলের মধ্যে প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হয়। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর সিরিয়াকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ৫ অক্টোবর সিরিয়ার মাঠে প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে তাই ৩-২ গোলের জয় নিয়ে চূড়ান্ত প্লে-অফের টিকেট কেটেছে অস্ট্রেলিয়া। এখন বিশ্বকাপের টিকেট পেতে কনকাকাফ অঞ্চলের চতুর্থ স্থান পাওয়া দলের বিরুদ্ধে দুই লেগের ম্যাচ খেলতে হবে কাহিলদের। জয় পেলে তবেই মিলবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট। সিডনিতে ফেবারিট হিসেবেই মাঠে নামে অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের ষষ্ঠ মিনিটে ওমর আল সোমাহর গোলে এগিয়ে যায় সিরিয়া। যুদ্ধবিধ্বস্ত দেশটি তখন থেকেই জয়ের স্বপ্ন বুনতে থাকে। কিন্তু পুরো ম্যাচে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলা অস্ট্রেলিয়া সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি। ১৩ মিনিটে টিম কাহিলের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর অবশ্য গোলের জন্য অস্ট্রেলিয়া মরিয়া হয়ে খেলতে থাকে। আর রক্ষণাত্মক কৌশল বেছে নেয় সিরিয়া। ফলাফল ৯০ মিনিটে ম্যাচ অমীমাংসিত থাকে ১-১ গোলে। প্রথম লেগেও একই ফলাফল থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে চতুর্থ মিনিটেই (৯৪ মিনিট) সর্বনাশ হয়ে যায় সিরিয়ার। আল মায়োয়াস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ দলের দলে পরিণত হয় তারা। স্বাভাবিকভাবেই বাকি সময়ে আর পেরে ওঠেনি সিরিয়া। এরপরও আপ্রাণ চেষ্টা করেছে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যেতে। কিন্তু অতিরিক্ত সময়ের ১৯ মিনিটে ( ১০৯ মিনিট) কাক্সিক্ষত গোল আদায় করে নেয় স্বাগতিকরা। এবারও নায়ক সেই টিম কাহিল। অসাধারণ এক জয় নিয়েই প্লে-অফ খেলা নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। আর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সিরিয়ার ফুটবলাররা।
×