ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেরেনাকে নিয়ে প্রত্যাশা

প্রকাশিত: ০৬:৪৮, ১১ অক্টোবর ২০১৭

সেরেনাকে নিয়ে প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বসেরা থাকা অবস্থায়ই টেনিস কোর্ট থেকে সরে দাঁড়াতে হয়েছিল সেরেনা উইলিয়ামসকে। প্রথম সন্তানের মা হওয়ার জন্যই আর খেলা চালিয়ে যেতে পারেননি। গত ১ সেপ্টেম্বর তিনি কন্যা সন্তানের জননী হয়েছেন। তারপর পেরিয়ে গেছে ৯ মাসেরও বেশি। চলতি মাস থেকেই আবার অনুশীলনে ফেরার কথা আছে ৩৬ বছর বয়সী এ মার্কিন তারকার। কারণ গত ১ সেপ্টেম্বর কন্যা সন্তানের জননী হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে তিনি জানুয়ারিতে ফিরবেন প্রতিযোগিতামূলক টেনিসে। আর সেটা মূলত বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন ধরে রাখার মিশন নিয়েই। এবার অসি ওপেনের আয়োজক প্রধান দাবি করলেন অস্ট্রেলিয়ান ওপেনে অবশ্যই খেলবেন সেরেনা এবং এটাই এখন তার একমাত্র ধ্যানজ্ঞান। বিশ্বব্যাপী সেরেনার ভক্তকুলকে অপেক্ষা করতে হবে আরও তিন মাস। ফেরার বিষয়টি নিয়ে সবে চিন্তাভাবনা শুরু করেছেন সেরেনা। জানিয়েছেন তিনি আগামী জানুয়ারিতে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতার মধ্যে দিয়ে উন্মুক্ত যুগের টেনিসে বিশ্বরেকর্ডধারী হয়ে যান ২৩ গ্র্যান্ডস্লাম জিতে। অস্ট্রেলিয়ান ওপেন দাপটের সঙ্গে খেলে জয় করেন সেরেনা। কিন্তু এরপরই সবধরনের টেনিস থেকে বিশ্রাম নেন। পরে জানান, মা হতে চলেছেন তিনি। সেরেনার অনুপস্থিতিতে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা নিয়ে তীব্র লড়াই হয়েছে। কেউ বেশিদিন টিকতে পারেননি এক নম্বরে। মা হওয়ার আগ পর্যন্ত টানা গত কয়েক বছর ধরে টেনিস বিশ্বে একক আধিপত্য বজায় রেখেছিলেন সেরেনা। এখন ছোট বাচ্চাকে দেখভাল করার পাশাপাশি কোর্টে নিজেকে কতখানি মেলে ধরতে পারবেন সেটা নিয়েও আছে যথেষ্ট সংশয়। কিন্তু সেরেনার দারুণ প্রত্যাবর্তন নিয়ে বেশ আত্মবিশ্বাসী অনেকেই। দুই বছর আগে অবসরে যাওয়া বেলজিয়ামের কিম ক্লিস্টার্স মা হওয়ার পর ফিরে ২০০৯ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন। তিনবার এই গ্র্যান্ডস্লাম জেতা ক্লিস্টার্স মনে করেন শরীরটা কিভাবে সাড়া দিচ্ছে সেটার ওপরই নির্ভর করে সবকিছু। সেসব যাই হোক না কেন সেরেনা এখন অসি ওপেনের জন্যই প্রস্তুত হতে শুরু করেছেন। অর্থাৎ জননী হওয়ার মাত্র সাড়ে ৪ মাসের মধ্যেই ফিরছেন তিনি। এ বিষয়ে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজক কমিটির পরিচালক ক্রেইগ টাইলি দাবি করেছেন শীর্ষ ১০০ র‌্যাঙ্কিংয়ে থাকা সব মহিলা ও পুরুষ টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য সম্মতি দিয়েছেন। এর মধ্যে বর্তমানে ২৪তম র‌্যাঙ্কিংধারী সেরেনাও আছেন। তিনি এ বিষয়ে বলেন, ‘তিনি আমাকে জানিয়েছেন ২০১৮ সালের ট্রফিতে নিজেরসহ মেয়ের নামের আদ্যাক্ষরটাও লাগাতে চান। সুতরাং এই মুহূর্তে তার মনের মধ্যে নিজের মেয়ে এবং অস্ট্রেলিয়ান ওপেন সবচেয়ে বড় স্থান দখল করে আছে।
×