ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাভেলোর প্রিমিয়াম আইসক্রিম ‘চকোবাস্ট’ বাজারে

প্রকাশিত: ০৬:০৪, ১১ অক্টোবর ২০১৭

লাভেলোর প্রিমিয়াম আইসক্রিম ‘চকোবাস্ট’ বাজারে

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো লাভোলোর প্রিমিয়াম আইসক্রিম ‘চকোবাস্ট’। এবারই প্রথম লাভেলো বাংলাদেশে নিয়ে এলো এই ডাবল প্রিমিয়াম আইসক্রিম বার। চকোবাস্টে আছে চকোলেটের কোটিংয়ের ভেতর চকোলেট আইসক্রিম বার আর ক্যারামেল রিপল। এ ছাড়াও লাভেলো বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের চাহিদা বিবেচনা করে সর্বপ্রথম বাজারে এনেছে ৫০ মিলি মিনি কাপ, ৭২ মিলি মিনি কাপ, ২৫০ মিলি কাবল টাব ও ২৫০ মিনি কন্টেনার। এর পাশাপাশি লাভেলোর হিডেন হার্ট, হার্ট বিটস, টফি বিটস, হ্যাজেল বিটস ও সিক্সটি নাইন নামের আইটেমগুলো আইসক্রিম ভোক্তাদের ইতোমধ্যে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। -বিজ্ঞপ্তি ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে সেমিনার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে “ষোড়শ সংশোধনী বাতিলের রায় : তর্ক-বির্তক” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন সুপ্রীমকোর্টের আইনজীবী ও আইন বিষয়ক অন লাইন পোর্টাল ‘ল-ইয়ার্স ক্লাবের’ সম্পাদক ড. বদরুল হাসান কচি। সেমিনারে ড. বদরুল হাসান কচি ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অধ্যাপক ড. তুরিন আফরোজ। -বিজ্ঞপ্তি
×