ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলিমা ইব্রাহিমের জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০৩, ১১ অক্টোবর ২০১৭

নীলিমা ইব্রাহিমের জন্মবার্ষিকী আজ

প্রখ্যাত শিক্ষাবিদ ও নারী জাগরণের অন্যতম পথিকৃৎ ড. নীলিমা ইব্রাহিমের ৯৬তম জন্মবার্ষিক আজ বুধবার। দেশের মহিলা সমিতির প্রতিষ্ঠাতা এই মহীয়সী নারী ১৯২১ সালের এই দিনে বাগেরহাট মহকুমার ফকির হাট থানার মূলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বাংলায় এম এ ডিগ্রী লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পিএইচডি লাভকারী নীলিমা ইব্রাহিম ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ও ছাত্র নেতাদের সংগঠিত করার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তাঁর অনুরোধেই বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বীরাঙ্গনা নারীদের পুনর্বাসনে তার অনবদ্য অবদানের কথা সর্বজনবিদিত। সুদীর্ঘ কর্মময় জীবনে বাংলা একাডেমির মহাপরিচালক, রোকেয়া হলে প্রভোস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে তিনি অসামান্য কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। সমাজ ও সাহিত্যে তাঁর বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ লাভ করছেন একুশে, স্বাধীনতা, রোকেয়া ও বাংলা একাডেমি পদক। তাঁর লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থটি মুক্তিযুদ্ধে নারী নির্যাতনের এক তথ্য বহুল ধ্রুপদী সাহিত্যকর্ম হিসেবে দেশে বিদেশে সমাদৃত। বাংলাদেশ মহিলা সমিতির উদ্যোগে তাঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৪ অক্টোবর সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক স্মারক বক্তৃতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। -বিজ্ঞপ্তি
×