ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলার রায় পেছাল

প্রকাশিত: ০৬:০২, ১১ অক্টোবর ২০১৭

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যা মামলার রায় পেছাল

স্টাফ রিপোর্টার ॥ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার রায় ঘোষণা না করে তা শুনানির জন্য আবারও দিন ঠিক করা হয়েছে। মঙ্গলবার রায় ঘোষণার জন্য মামলাটি আদালতের কার্যতালিকায় (কজলিস্টে) ছিল। কিন্তু সেটি পিছিয়ে আগামী ১৭ অক্টোবর পুনঃশুনানির জন্য নতুন দিন ধার্য করেছে আপীল বিভাগ। ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের জামিনের শর্ত সংশোধন চেয়ে আবেদনের শুনানি হবে ১৯ অক্টোবর। বেদখল হওয়া গাজীপুর জেলার ৩৮৪ সরকারী পুকুর এবং বেদখলের পাঁয়তারা করছে এমন পুকুর ও জলাশয় উদ্ধারে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জেলায় থাকা সব সরকারী পুকুর এবং জলাশয়ের তালিকা তৈরি করে আগামী এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে গাজীপুর ডিসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে অবিলম্বে পরিপত্র জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বেসরকারী সংস্থাসমূহের স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতার প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার রায় ঘোষণা না করে তার শুনানির জন্য আবারও দিন ঠিক করা হয়েছে। মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপীল বেঞ্চ শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। মঙ্গলবার সকালে আপীলের কার্যক্রম শুরু হলে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ভুলক্রমে এ মামলাটি (কজলিস্টে) কার্যতালিকায় উঠেছিল। এ সময় এ মামলার এ্যাডভোকেট মাহমুদা বেগম আদালতকে জানান, এ মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে আইনজীবী না থাকায় শুনানিতে অংশ নিতে পারেননি। এখন ওই আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি শুনানিতে অংশ নিতে চান। পরে আদালত বিষয়টি পুনঃশুনানির জন্য ১৭ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করে দেন। পরে আপীলের ওয়েবসাইটে গিয়েও দেখা যায় এ মামলাটি পরবর্তী শুনানির জন্য ১৭ অক্টোবর পর্যন্ত মূলতবি করা হয়েছে। ডেসটিনির এমডির শুনানি ১৯ অক্টোবর ॥ ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের জামিনের শর্ত সংশোধন চেয়ে আবেদনের শুনানি ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডেসটিনির সময় আবেদনের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপীল বেঞ্চ এই আদেশ দেন। খাস জলাশয়ের তালিকা চেয়েছেন হাইকোর্ট ॥ বেদখল হওয়া গাজীপুর জেলার ৩৮৪ সরকারী পুকুর এবং বেদখল করার পাঁয়তারা করছে এমন পুকুর ও জলাশয় উদ্ধারে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জেলায় থাকা সব সরকারী পুকুর এবং জলাশয়ের তালিকা তৈরি করে আগামী এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে গাজীপুর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরখাস্তের মেয়াদ ৬০ দিন করে পরিপত্র জারি করতে নির্দেশ ॥ বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে অবিলম্বে পরিপত্র জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
×