ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ঢাকায় ৮ জাতি এশিয়া কাপ হকি শুরু আজ

প্রকাশিত: ০৬:০১, ১১ অক্টোবর ২০১৭

ঢাকায় ৮ জাতি এশিয়া কাপ হকি শুরু আজ

রুমেল খান ॥ ১১ অক্টোবর বুধবার ২০১৭। তারিখটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের হকির ইতিহাসে। কেননা এশিয়ান হকির সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরুর দিন বলে কথা। আট জাতির অংশগ্রহণে এই আসরটি ভিন্নমাত্রা যোগ করবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমনটাই মনে করছেন ক্রীড়ামোদীরা। অথচ দুর্ভাগ্যজনকভাবে সবরকম সুযোগ-সুবিধা থাকার পরও কেবল ফ্লাডলাইট না থাকার কারণে এই আসরটি আয়োজন করার সুযোগ থেকে বাংলাদেশকে বঞ্চিত হতে হয়েছে অনেক বছর। সময়ের হিসেবে সেটা কম নয়। সুদীর্ঘ ৩২ বছর (১৯৮৫ সালে আসরটি অনুষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে)। যাহোক, সেই প্রতীক্ষার অবসান ঘটেছে প্রায় ১০ কোটি টাকা খরচ করে স্থাপন করা হয়েছে বহুল আলোচিত ফ্লাডলাইট। বাংলাদেশে আবারও ফিরেছে এশিয়া কাপ হকি। বর্ণাঢ্য আয়োজনে দশম আসরটিকে স্মরণীয় করতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। নতুন রূপে গড়ে উঠছে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম। ২২ অক্টোবর বড় আকর্ষণ হয়ে ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর আড়াইটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী মোস্তফা কামাল। দৃষ্টিনন্দন নীল টার্ফে আজ দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। পুল ‘এ’তে তাদের মুখোমুখি হবে এ আসরের হ্যাটট্রিক এবং তিনবারের চ্যাম্পিয়ন (১৯৮২, ১৯৮৫, ১৯৮৯) পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। দিনের প্রথম ম্যাচে দুপুর তিনটায় পুল ‘এ’র ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে চারবারের সেমিফাইনালিস্ট জাপানের। পুল ‘বি’র দলগুলো হচ্ছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং ওমান। উল্লেখ্য, এবারের আসরে যে ৮টি দল অংশ নিচ্ছে তাদের মধ্যে ৫টি দলই আছে বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ের সেরা ২০-এর মধ্যে (বাংলাদেশ এবং ওমান বাদে)। গত ৭ অক্টোবর থেকেই ঢাকা আসা শুরু করেন এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা। সেদিনই মওলানা ভাসানী স্টেডিয়াম চলে যায় তাদের নিয়ন্ত্রণে। পরদিন সকাল থেকে আসা শুরু হয় বিদেশী দলগুলোর। তবে বহুল আলোচিত এই আসর শুরুর প্রাক্কালেও ভেন্যু পুরোপুরি প্রস্তত করতে না পারায় অপ্রস্তুত অবস্থায় পড়েছে বাহফে। কেননা স্টেডিয়ামের বিভিন্ন অংশ ও স্থাপনার সংস্কার এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে বাহফে আশা করছে ম্যাচ শুরুর আগে সবকিছু প্রস্তুত হয়ে যাবে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর উন্মোচিত হয় এই আসরের লোকাল থিম সং ‘আটটি তারার মেলা।’ খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য মাঠে কঠিন সময়ে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নতুন প্রজন্মের সম্ভাবনাময় শিল্পী আরিফের কণ্ঠে গানটি দর্শক-খেলোয়াড় ও অন্য সবাইকে আনন্দ দেবে বলে প্রত্যাশা আয়োজকদের। ১৯৮৫ আসরে সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শক সমাগম ছিল অভাবনীয়। বাহফে আশা করছে এবারও দর্শকরা মাঠে আসবেন খেলা দেখতে। বাংলাদেশের স্বপ্ন ২০২২ বিশ্বকাপ হকি আসরে খেলার। এবারের এশিয়া কাপ আসরে তারা যদি কমপক্ষে দুটি ম্যাচে জেতে তাহলে তারা বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। এবারের এশিয়া কাপ হকির প্রচারণায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ঘোড়াগাড়ি, বাদ্যবাজনা এগুলোর বন্দোবস্ত করেছে বাহফে। হেলিকপ্টারে করে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরগুলোতে টুর্নামেন্টের লিফলেট বিতরণ করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা বিধান করা হবে। প্রতিদিনই মোট ৩০০ পুলিশ স্টেডিয়ামে মোতায়েন করা হবে। এছাড়া দলগুলোর হোটেলে এবং ভেন্যুতে আসা-যাওয়ার পথে নিরাপত্তা দেয়া হবে। হোটেলে এবং স্টেডিয়ামের বিভিন্ন অংশে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে, যাতে কোন অপরাধ সংঘটিত হলে সঙ্গেই সঙ্গেই অপরাধীকে ধরা সম্ভব হয়। যুবসমাজ তথা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে এসে খেলা দেখতে উৎসাহিত করা হবে। এজন্য বাছাই করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগেভাগেই নির্দিষ্ট সংখ্যক ফ্রি টিকেট দেয়ার পরিকল্পনা আছে। বাহফে আশা করছে সবমিলিয়ে এ আসরটি কভার করবেন ১৭০-১৮০ দেশী-বিদেশী সাংবাদিক। উদ্বোধনীর চেয়ে সমাপনী অনুষ্ঠানেই বেশি গুরুত্বারোপ করছে বাহফে। কারণ একটাইÑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাই সমাপনী অনুষ্ঠানটি বেশি আকর্ষণীয়ভাবে করা হবে। আগের নয়টি আসরের চেয়ে এই আসরের সমাপনী অনুষ্ঠানটি অনেকটাই ভিন্নমাত্রার হবে। এই অনুষ্ঠানের দায়িত্ব ইতোমধ্যেই দেয়া হয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে। সমাপনী অনুষ্ঠান হবে মোট ৪৫ মিনিটের। এতে থাকবে বর্ণিল আতশবাজি এবং বাংলাদেশের সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে ডিসপ্লের মাধ্যমে।তবে আজ উদ্বোধনী অনুষ্ঠান হবে সাদামাটাভাবে। এর আয়োজনে থাকবে স্টার স্পোর্টস। স্থায়িত্ব ১০-১৫ মিনিট। টুর্নামেন্ট চলাকালে সুভ্যেনির বিক্রি করবে বাহফে। দর্শকরা বাংলাদেশের জার্সি, টি-শার্ট, কাপ, মগ ইত্যাদি কিনতে পারবে স্টেডিয়ামের নির্দিষ্ট স্টল থেকে। ঢাকায় অনুষ্ঠিত ১৯৮৫ সালের এশিয়া কাপ হকিতে অংশ নেয়া বাংলাদেশের সেই দলের খেলোয়াড়দের সংর্বধনা দেয় বিএসপিএ গত ৭ অক্টোবর। আসর শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জাপানকে ২-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে যায় দক্ষিণ কোরিয়ার কাছে।
×