ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবারও বেল্টারের আঘাতে বিমান অচল, আড়াই ঘণ্টা ফ্লাইট বন্ধ

প্রকাশিত: ০৫:৫৯, ১১ অক্টোবর ২০১৭

আবারও বেল্টারের আঘাতে বিমান অচল, আড়াই ঘণ্টা ফ্লাইট বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ আবারও বেল্টারের আঘাতে বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ অচল হয়ে পড়েছে। বেল্টার চালকের অসাবধানতায় ওই জাহাজের ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার বেলা এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-নেপাল রুটের ফ্লাইটের আড়াই ঘণ্টা বিলম্ব হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ জনকণ্ঠকে বলেন, এ ঘটনার দায়ে তাৎক্ষণিক একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, বরখাস্ত হওয়া অপারেটরের নাম আবদুল বারেক। তবে তিনি এই বেল্ট লাগিয়ে দিয়েই প্রকৌশল বিভাগের নুুরুল ইসলাম নামে অপর এক অপারেটরকে দায়িত্ব বুঝিয়ে অন্য একটি কাজে যান। এ সময় নুরুল ইসলাম বেল্টার অপারেট করার সময় অসাবধানবশত ইঞ্জিনে আঘাত করেন। বিমান সূত্র জানায়, মঙ্গলবার বেলা এগারোটা ৫ মিনিটে বিমানের ঢাকা-নেপাল ফ্লাইট বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি পূর্ণ আসন ভর্তি যাত্রী নিয়ে উড্ডয়নের অপেক্ষায় ছিল। ঠিক সেই মুহূর্তে অপারেটর নুরুল ইসলাম লাগেজ ডোর বন্ধের জন্য বেল্টার ঘুরিয়ে সামনে আনার সময় সজোরে আঘাত লাগে ইঞ্জিনে। এতে মুহূর্তে ইঞ্জিন শাটডাউন হয়ে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাইলট ককপিটে বসে বিষয়টি বুঝতেই দ্রুত পাওয়ার অফ করে দেন। এ সময় যাত্রীদের জানানো হয় এই ফ্লাইট আর নেপাল যাচ্ছে না। এরপর যাত্রীদের আনলোড করে অন্য একটি বোয়িং ৭৭৭-২০০ এ তোলা হয়। আড়াই ঘণ্টা বিলম্বে সেই ফ্লাইট নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। জানা যায়, বেল্ট অপারেটর আবদুল বারেকের দায়িত্ব নুরুল ইসলামকে বুঝিয়ে দিয়ে যাওয়ার পর পরই এ ঘটনা ঘটে। কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাটা নেয়া হয়েছে বারেকের বিরুদ্ধে। আর নুরুল ইসলাম রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। অথচ তার অসাবধানতার কারণেই এ ঘটনা ঘটে। উড়োজাহাজের লাগেজ ডোর বন্ধ করার সময় সে এত জোরে বেল্ট ঘুরিয়েছে যে তাৎক্ষণিক ইঞ্জিনে আঘাত লেগে যায়। এতে ইঞ্জিনের অনেকগুলো ব্লেড ভেঙ্গে চুরমার হয়ে যায়। এরপর ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিকে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারে। সেখানে মেরামতের কাজ শুরু হয়। জিএসই বিভাগের ডিজিএম রাশেদ বলেন, এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এটা নতুন কিছু নয়। এর আগেও গত জুলাই মাসে অনুরূপ একই ঘটনায় একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ঘটনা নিয়ে তো কোন হৈচৈ হয়নি। জিএম নজরুল ইসলাম ও পরিচালক ক্যাপ্টেন ফারহাত জামিল ঘটনার সময়ে কোথায় ছিলেন জানতে চাইলে তিনি বলেন, একজন ছুটিতে, অন্যজন অফিসে।
×