ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাঁটুর ব্যথা শনাক্তে রোবট

প্রকাশিত: ০৫:৫৮, ১১ অক্টোবর ২০১৭

হাঁটুর ব্যথা শনাক্তে রোবট

পিঠ কিংবা হাঁটুর ব্যথায় আপনি কাতর হয়ে হাসপাতালে ভর্তি হলেন। যন্ত্রণা নিয়ে বেডে শুয়ে আছেন। তখন রোবট এসে আপনাকে ম্যাসাজ করে দিচ্ছে। একটু অবাক হওয়ার মতো ঘটনা। কিন্তু সিঙ্গাপুরে এখন পিঠ ও হাঁটু ব্যথায় বিশেষজ্ঞ রোবট হাসপাতালে কাজ করতে শুরু করে দিয়েছে। দেশটির একটি প্রযুক্তি কোম্পানি হাসপাতালের লোকবল সঙ্কট দূর করতে নতুন এই উদ্যোগ নিয়েছে। তাদের বানানো এই রোবটটির নাম এমা। নোভা হেলথ ট্রাডিশনার চাইনিজ মেডিসিন নামের একটি ক্লিনিকে সে তার প্রথম অফিস করে। তার চারপাশে মানব সহকর্মী ও চিকিৎসকরা। সবার সঙ্গে মিলেই তার প্রথম কর্মদিবস পালন করে। গবেষকরা বলেন, এমা আমাদের কাজে রোগীর শরীরের অবস্থা সম্পর্কিত তথ্য দেয়। সে যেসব তথ্য আমাদের দিয়েছে, তা সত্যিকার অর্থে পেশাগতভাবে আমরা নির্ণয় করতে পারতাম না। রোবটি মানুষের হাড়ের সঙ্গে যুক্ত তন্তু ও কঠিন মাংসপেশীর ব্যথা শনাক্ত করতে এক ধরনের সেন্সর ব্যবহার করে। সেই তথ্য সে মানব বিশেষজ্ঞদের কাছে জানায়। এভাবেই এমা মানুষের পিঠ ও হাঁটুর ব্যথা শনাক্তকরণে সাহায্য করছে। চিকিৎসকরা সে অনুসারে মানুষকে ওষুধ ও পরীক্ষার ব্যবস্থা করেন। -মেইল অনলাইন
×