ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরের পরিপূরক ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫৬, ১১ অক্টোবর ২০১৭

গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরের পরিপূরক ॥ রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ অক্টোবর ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্র ও উন্নয়ন একে-অপরের পরিপূরক। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল পরিবেশ অত্যন্ত জরুরী। এছাড়া যে কোন উন্নয়ন বাস্তবায়নে জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। তাহলেই দেশ অর্থনৈতিক ও সামগ্রিকভাবে উন্নতি লাভ করবে। রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেলে জেলার কটিয়াদী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন এই দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পদ্মা সেতুর মতো বৃহৎ উন্নয়ন এ দেশে সম্ভব হয়েছে। কটিয়াদী পাইলট মডেল উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বলেন, হাওড়ের সন্তান হিসেবে সুখে-দুঃখে সবসময় পনাদের পাশে থেকেছি। নিজেকে সাধারণ মানুষ হিসেবে ভেবেছি। জীবনে কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। সবসময় এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এ সময় তিনি বেঁচে থাকা অবধি জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ৪ দিনের সফরের তৃতীয় দিন মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের খরমপট্টিস্থ নিজ বাসভবন থেকে মোটরকেটযোগে জেলার কটিয়াদী উপজেলায় যান। সেখানে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি কটিয়াদী কলেজে বিশ্রাম গ্রহণ এবং উপজেলার কয়েকটি উন্নয়ন স্থাপনার নামফলক উদ্বোধন করেন। এরপর বিকেলে তিনি কটিয়াদী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে যোগদান করেন। সন্ধ্যায় তিনি মোটরকেটযোগে কিশোরগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত হয়ে পূর্ব নির্ধারিত সফরসূচী অনুযায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। পরে ওইদিন রাতে তিনি জেলা শহরের খরমপট্টিস্থ নিজ বাসভবনে রাতযাপন করেন।
×