ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা

প্রকাশিত: ০৫:২৭, ১১ অক্টোবর ২০১৭

সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শ্রম পরিচালকের নির্দেশ উপেক্ষা এবং গঠনতন্ত্র আমলে না নিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করায় সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন নিয়ে ফের অনিশ্চিয়তা দেখা দিয়েছে। আগামী ১৮ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার থাকলেও কর্মচারীদের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে মনগড়া ভোটার লিস্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি কর্পোরেশনের কর্মকর্তা কর্তৃক নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এদিকে এক বছর আগে সাধারণ বীমা কর্পোরেশনের ইউনিয়ন অফিসে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় তদন্ত হলেও বিচারিক কাজ শেষ করতে পারেনি কমিটি। জানা গেছে, সাধারণ বীমা কর্পোরেশনের আওতাধীন একটি শ্রমিক সংগঠন সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। সংগঠনটির কার্যকরী পরিষদের মেয়াদ গত বছরের ১১ আগস্ট শেষ হয়। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগেই কার্যকরী কমিটির সভা আহ্বান করে নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও দীর্ঘ এক বছরে তা হয়নি। গত বছরের ২৫ অক্টোবর সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যালয়ে গিয়ে সাধারণ কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করলে হট্টগোলের সময় প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে দেন ইউনিয়নের এক নেতা। এ ঘটনায় তদন্ত হলেও বিচারিক কাজ শেষ করতে পারেনি কমিটি।
×