ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম স্মার্টফোন কারখানা উদ্বোধন

প্রকাশিত: ০৫:২৬, ১১ অক্টোবর ২০১৭

দেশের প্রথম স্মার্টফোন কারখানা উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ উচ্চমানের মোবাইল হ্যান্ডসেট তৈরির লক্ষ্যে দেশের প্রথম স্মার্টফোন কারখানার উদ্বোধন করেছে ওয়ালটন। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় এ কারখানা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় প্রতিমন্ত্রী বলেন, উচ্চ মানসম্পন্ন হ্যান্ডসেট তৈরির জন্য ওয়ালটন বদ্ধপরিকর। মানসম্পন্ন হ্যান্ডসেট তৈরির ক্ষেত্রে বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) যেসব মানদ- রয়েছে তা পূরণ করেই স্মার্টফোন কারখানা স্থাপন করেছে ওয়ালটন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা জুড়ে গাজীপুরের চন্দ্রায় গড়ে তোলা হয়েছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রাথমিকভাবে এখানে উৎপাদন হবে বার্ষিক ২৫ থেকে ৩০ লাখ ইউনিট হ্যান্ডসেট। স্থাপন করা হয়েছে ৬টি প্রোডাকশন লাইন। প্রক্রিয়াধীন রয়েছে আরও ১০টি প্রোডাকশন লাইন স্থাপনের কাজ।
×