ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাকা চাইলে উল্টো প্রভাব খাটানোর চেষ্টা

৭০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে কারখানা না করার অভিযোগ

প্রকাশিত: ০৫:২৫, ১১ অক্টোবর ২০১৭

৭০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে কারখানা না করার অভিযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুটি কারখানা করতে নতুন প্রজন্মের ফারমার্স ব্যাংক থেকে প্রায় ৬০ কোটি টাকা ঋণ নেন এক ব্যবসায়ী। সুদসহ বর্তমানে ব্যাংকের পাওনা ৭০ কোটি ৩২ লাখ টাকা। ঋণ গ্রহণের তিন বছর পার হলেও কারখানা দুটি চালু করেনি ওই ব্যবসায়ী। সরেজমিনে পরিদর্শনে গিয়ে কারখানা বন্ধ পাওয়ায় সমুদয় ঋণের টাকা ফেরত চায় ব্যাংক। কিন্তু টাকা ফেরত না দিয়ে আরও ঋণ নিতে প্রভাব খাটানোর চেষ্টা করছেন ওই ব্যবসায়ী। সূত্র জানায়. কিশোরগঞ্জের কুলিয়ারচরে নাহার ফারমার্স রাইস ব্রেইন অয়েল ও নাহার ফারমার্স মায়া ফিড ওয়েল প্রতিষ্ঠার জন্য ২০১৪ সালে ঋণ গ্রহণ করেন প্রতিষ্ঠান দুটির মালিক রুবেল আহমেদ। ফারমার্স বাংকের মতিঝিল শাখায় মায়া ফিড ওয়েলের নামে ১৭ কোটি ১৪ লাখ টাকা এবং রাইচ ব্রেইন অয়েলের নামে ঋণ রয়েছে ৫৩ কোটি ১৮ লাখ টাকা। ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই ঋণগুলো নেয়া হয়। নিয়মিত সুদ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছরের জুলাইয়ে কারখানা দুটি সরেজমিনে পরিদর্শনে যায়। পরিদর্শনে গিয়ে কারখানা দুটি বন্ধ দেখতে পায় ব্যাংক কর্তৃপক্ষ। এরপর থেকে ঋণের টাকা অপব্যবহার হয়েয়ে সব টাকা ফেরত চায় ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু রুবেল আহমেদ কোন টাকা ফেরত দেয়নি। উল্টো ওই কারখানা চালুর জন্য নতন করে আরও ১ কোটি টাকা দাবি করেছে। ব্যাংক সূত্র জানায়, ফারমার্স ব্যাংকের একক ঋণগ্রহীতার সীমা ৬০ কোটি টাকা। রুবেল আহমেদকে সেই পরিমাণ ঋণ দেয়া হয়েছে। সুদসহ পাওনা হিসাব করলে একক ঋণগহৗতার সীমা অতিক্রম করেছে। তাই নতুন করে ঋণ দেয়ার সুযোগ নেয়। যোগাযোগ করা হলে এ বিষয়ে মন্তব্য করতে চাননি রুবেল আহমেদ। এ বিষয়ে জানতে চাইলে ফারমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুল মোতালেব পাটোয়ারী বলেন, পরিদর্শন করে কারখানা বন্ধ পাওয়া গেছে। ঋণের ব্যবহার নিয়ে তার কাছে ব্যাখ্যা তলব করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ঋণের টাকা সঠিকভাবে ব্যবহার না হওয়ায় আমরা টাকা ফেরত চেয়েছি। গতকাল প্রধান কার্যালয়ে তিনি এসে অসৌজন্যমূলক আচরণ করেছেন। ঋণের টাকা আদায়ে আমরা দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করব।
×