ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ০৫:১১, ১১ অক্টোবর ২০১৭

নড়াইলে এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১০ অক্টোবর ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নড়াইলে বরেণ্য চিত্রকর, মাটি ও মানুষের শিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে শিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জানায়। এছাড়া কোরানখানি, কবর জিয়ারত, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন আয়োজিত এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, চিত্রশিল্পী বলদেব অধিকারী প্রমুখ। চিত্রা নদীপাড়ের ‘লাল মিয়া’ বরেণ্য চিত্রকর, মাটি ও মানুষের শিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।
×