ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিপিএইচ ইস্পাত কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ ১১

প্রকাশিত: ০৫:১০, ১১ অক্টোবর ২০১৭

জিপিএইচ ইস্পাত কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ ১১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানায় তরল লোহার ড্রাম বিস্ফোরণে দগ্ধ হয়েছে ১১ শ্রমিক। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ সকলকেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান সাংবাদিকদের জানান, ট্যাঙ্ক বিস্ফোরণের ফলে তরল ধাতব পদার্থ শ্রমিকদের শরীরে গিয়ে পড়ে। এতে করে তারা দগ্ধ হয়। তাদের সকলকেই চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে বার্ন ইউনিটে যাদের চিকিৎসা চলছে তারা হলেন, সীতাকুন্ডের মোঃ সোলায়মান, জাহাঙ্গীর ও আলাউদ্দিন, দিনাজপুর পার্বতীপুরের মিনহাজুল ইসলাম, শাহ আলম ও মিজানুর রহমান, নোয়াখালীর আনোয়ার হোসেন এবং লালমনিরহাটের শফিকুল ইসলাম। বাকি তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
×