ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০৫:০৯, ১১ অক্টোবর ২০১৭

ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলা ইউএনও নাজমুন নাহার এবার নবম শ্রেণীর ছাত্রী আতিনা আক্তারের বাল্যবিয়ে বন্ধ করেছে। সেই সঙ্গে স্কুলছাত্রীর বাবা আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই বাল্যবিয়ে বন্ধে ইউএনওকে সহযোগিতা করে। এর আগে উপজেলায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছিল। ইউএনও নাজমুন নাহার বলেন, ডিমলা এলাকায় বাল্যবিয়ের প্রবণতা বেশি দেখা যায়। এটি প্রতিরোধে চেষ্টা করা হচ্ছে।
×