ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৃহকর্মীকে গণধর্ষণ

নওগাঁয় আওয়ামী লীগ নেতাসহ দুজন রিমান্ডে

প্রকাশিত: ০৫:০৮, ১১ অক্টোবর ২০১৭

নওগাঁয় আওয়ামী লীগ নেতাসহ দুজন রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ অক্টোবর ॥ মহাদেবপুরে অপহৃত নাবালিকা গৃহকর্মীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন ও তার সহযোগী বুলবুল শেখের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ওই গণধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, মঙ্গলবার নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ রেজাউল করিম গ্রেফতারকৃত ওই দু’জনকে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সোমবার আদালতে এ দু’জনকে সোপর্দ করে তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিকেলে উপজেলা সদরের মাসুদ হায়দারের বাড়ির নাবালিকা গৃহকর্মী (১১) অপহৃত হয়। পুলিশ জানায়, ওইদিন নওগাঁ সদর উপজেলার দশপাইকা গ্রামের মোজাফ্ফর হোসেন একটি সিএনজি চালিত গাড়িতে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর ওই রাতে নওগাঁ সদর থানার মোহনপুর গ্রামের একটি ধান ক্ষেতে তাকে মোজাফ্ফরসহ ৫/৬ জন রাতভর গণধর্ষণ করে। এ ঘটনার পরদিন বেলা ১১টার দিকে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ওই ধানক্ষেত থেকে ধর্ষিতাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
×