ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৩, ১১ অক্টোবর ২০১৭

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১০ অক্টোবর ॥ মঙ্গলবার বিকেলে শহরের রাজনগর এলাকায় ট্রাকের ধাক্কায় জিসান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। জিসান হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র এবং শহরের নাতিরাবাদ এলাকার আব্দুস শহীদের পুত্র। ক্ষিপ্ত জনতা ট্রাকটি জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় ওই সড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে শহরের মহিলা কলেজসংলগ্ন রাজনগর সড়কে একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাক পথচারী জিসানের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু ঘটে। স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ্বরীতে দূরপাল্লার কোচের চাপায় এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার পৌনে তিনটার দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌর এলাকার জামতলায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম মরিয়ম বেগম। তিনি পৌর এলাকার পূর্বসুখাতী গ্রামের আকবর আলীর স্ত্রী। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থেকে অটোরিক্সায় আসছিলেন মরিয়মসহ তিনজন। ঘটনাস্থলে আসার আগে তার চোখ ঘুমঘুম পায়। এদিকে ঢাকা থেকে আসা একটি দূরপাল্লার কোচ দ্রুতগতিতে আসায় পাশ নিতে যায় অটোরিক্সার চালক। এতে অটো তিনি থেকে পড়ে গেলে তাকে চাপা দেয় দূরপাল্লার কোচটি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×