ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লু হোয়েল গেম বন্ধের দাবি

প্রকাশিত: ০৫:০১, ১১ অক্টোবর ২০১৭

ব্লু হোয়েল গেম বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ অক্টোবর ॥ ইন্টারনেটের অন্ধকার জগৎ ব্লু হোয়েল গেম বন্ধের দাবি ও এই গেমের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ‘ওয়ার্কস ফর এভরিওয়ান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, ওয়ার্কস ফর এভরিওয়ান সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম অনন্তসহ অন্য সদস্যরা। বক্তারা অবিলম্বে এ গেম বন্ধ ও এই গেমের এ্যাডমিনদের আইনের আওতায় আনার দাবি জানান।
×