ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলেজ মাইগ্রেশনের দাবি

গাজীপুরে সিটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫৭, ১১ অক্টোবর ২০১৭

গাজীপুরে সিটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সিটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ওই মেডিক্যাল কলেজ থেকে অন্য মেডিক্যাল কলেজে মাইগ্রেশনের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই মেডিক্যাল কলেজের শতাধিক শিক্ষার্থী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। শিক্ষার্থীরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা সংলগ্ন ইটাহাটা এলাকাস্থিত সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থীরা ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি হয়। এ কলেজের নিজস্ব কোন ভবন, জমি ও ক্যাম্পাস নেই। এছাড়া হাসপাতালের অনুমোদন ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও নেই। এ মেডিক্যাল কলেজে বর্তমানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য পর্যাপ্ত শিক্ষকও নেই। বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নীতিমালা মেনে না চলার কারণে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এবং বিএমডিসির অনুমোদন স্থগিত করা হয় এবং সকল শর্ত পূরণ করার জন্য এক বছর সময় দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও কলেজ কর্তৃপক্ষ সরকারী শর্ত পূরণ করতে পারেনি। ফলে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পর্কে প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখে। এ অবস্থায় শিক্ষার্থীরা ভবিষ্যত শিক্ষা জীবন নিয়ে অনিশ্চিয়তার দিকে ধাবিত হচ্ছে। শিক্ষার্থীরা অনুমোদনহীন মেডিক্যাল কলেজে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে অনিচ্ছুক। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিএমডিসি কর্তৃক অনুমোদিত মেডিক্যাল কলেজে স্থানান্তর করার জন্য দাবি জানায়।
×