ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সাড়ে ৮ হাজার হকারকে পরিচয়পত্র দেবে চসিক

প্রকাশিত: ০৪:৫৬, ১১ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে সাড়ে ৮ হাজার হকারকে পরিচয়পত্র দেবে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর তালিকাভুক্ত ৮ হাজার ৫৯৯ হকারকে পরিচয়পত্র প্রদান করবে সিটি কর্পোরেশন। নগরীর ফুটপাথ ও সড়কে শৃঙ্খলা আনার লক্ষ্যে এ কাজটি করতে যাচ্ছে কর্পোরেশন। এখন থেকে হকাররা বেঁধে দেয়া নিয়ম ও সময়সীমা মেনে তাদের ব্যবসা পরিচালনা করবে। মঙ্গলবার চসিক জনসংযোগ বিভাগ জানায়, মেয়র আ জ ম নাছির উদ্দীন ও হকার নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সভায় মেয়র বলেন, চসিক ও হকার্স নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে ফুটপাথ হকারদেরকে শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে। হকারদের সংখ্যা নিরূপন, ব্যবসার সময় মেনে চলা, কর্পোরেশনের পরিচয়পত্র প্রদান এবং দৃষ্টিনন্দন ছাতা বিতরণ প্রসঙ্গে এ বৈঠক হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা, বৃহস্পতিবার বিকেল ২টা থেকে রাত ১০টা এবং শুক্র ও সরকারী বন্ধের দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সুনির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনা করা যাবে। এ নিয়ম সকলকে মেনে চলতে হবে। মেয়র বলেন, সকল ফুটপাথ, মিডআইল্যান্ড ও গোলচত্বরসমূহ বিউটিফিকেশনের মাধ্যমে দৃষ্টিনন্দন সাজে সাজিয়ে দেয়া হবে। এলইডি লাইটিংয়ের মাধ্যমে আলোকিত করা হবে। প্রত্যেক হকারকে দৃষ্টিনন্দন ছাতা উপহার দেয়া হবে। পর্যায়ক্রমে হকারদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। বৈঠকে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম, চট্টগ্রাম ফুটপাথ হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, চট্টগ্রাম হকার লীগের সভাপতি নুর আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।
×