ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গুগলে বিজ্ঞাপন দিয়েছিল রুশরা

প্রকাশিত: ০৪:৫২, ১১ অক্টোবর ২০১৭

গুগলে বিজ্ঞাপন দিয়েছিল রুশরা

রুশ এজেন্টরা গতবছরের মার্কিন নির্বাচন প্রভাবিত করার জন্য ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলে হাজার হাজার ডলারের বিজ্ঞাপন দিয়েছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। গুগলের নিজস্ব তদন্তে এই তথ্য উঠে আসে। বিবিসি। তদন্তের সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে আগে গুগলের বিভিন্ন বিভাগ যেমন-ইউটিউব এবং জিমেইলে এসব বিজ্ঞাপনের মাধ্যমে অসংখ্য মিথ্যা তথ্য ছড়ানো হয়। তারা বলছে, ক্রেমলিনের যে উৎস থেকে ফেসবুকে হাজার-হাজার ডলারের বিজ্ঞাপন কেনা হয়েছে, গুগলে বিজ্ঞাপন দেয়ার উৎসটি তার থেকে ভিন্ন। এ বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে রাশিয়া।
×