ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লড়াই জমিয়ে তুলেছে পাকিস্তান

প্রকাশিত: ০৭:৫৫, ১০ অক্টোবর ২০১৭

লড়াই জমিয়ে তুলেছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আসলে পাকিস্তান দলটাই এমন। কোত্থেকে, কখন কি করে ফেলে তার হিসেব মেলানোটাই কঠিন। এ কারণেই ক্রিকেট ইতিহাসে ‘আনপ্রেডিক্টেবল’ দল হিসেবে তাদের একটা আলাদা পরিচয় রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটাই দেখুন। শ্রীলঙ্কার ছুড়ে দেয়া ৩১৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলেন তারা। ৫২ রান সংগ্রহ করতেই প্রথম পাঁচ ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে। তখন অনেকেই ভেবেছিলেন শ্রীলঙ্কার জয়টা কেবলই সময়ের ব্যাপার। তবে পাকিস্তান বলে কথা। বিপর্যস্ত এই পাকিস্তানকেই টেনে তোলার দায়িত্ব নেন আসাদ শফিক আর সরফরাজ আহমেদ। তাদের ব্যাটের ওপর ভর করেই চতুর্থ দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৮ রান। উইকেটের সংখ্যাটা সেই পাঁচেই থেমে রয়েছে। তাই এখন কী অপেক্ষা করছে শেষ দিনে? তা বলাটা খুবই কঠিন। শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন পাঁচ উইকেট। আর পাকিস্তানের দরকার আর ১১৯ রান। আসাদ শফিক ৮৬ এবং ৫৭ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ইতিহাসের ২২৭৮তম টেস্টের শেষ দিনটাতেও তাই অপেক্ষা করছে দারুণ রোমাঞ্চ। লঙ্কানদের প্রতিপক্ষ পাকিস্তান বলে একটু বেশিই। এর জন্য অবশ্য শ্রীলঙ্কাকেও দায় দিতে হয়। কেননা প্রথম ইনিংসে ৪৮২ রানের বিশাল সংগ্রহের পর দ্বিতীয় ইনিংস যে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় তারা! এর ফলেই প্রথম ইনিংসে ২৬২ রান করা পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩১৭।
×