ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মরিচের ঝাল কমতে শুরু করেছে

প্রকাশিত: ০৭:২৯, ১০ অক্টোবর ২০১৭

মরিচের ঝাল কমতে শুরু করেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে মরিচের ঝাল কমতে শুরু করেছে। পাইকারি বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। আগামী দু’একদিনের মধ্যে খুচরা পর্যায়ে দাম কমে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা। জাত ও মানভেদে খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ফের মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে মরিচের সরবরাহ বাড়ছে। জানা গেছে, অতিবৃষ্টি, বন্যা এবং দুর্গা পূজার ছুটিতে ভারত থেকে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে মরিচের দাম দ্বিগুণ হয়ে যায়। এতে মরিচ নিয়ে ভোক্তাদের মধ্যে অস্বস্তি দেখা যায়। সেই অস্বস্তি এখনও দূর হয়নি ক্রেতাদের। বাজারে গিয়ে সবাই মরিচের দাম কত তা জানতে চাচ্ছেন। দাম বাড়ায় অনেক গৃহিণী কাঁচামরিচের পরিবর্তে প্যাকেটজাত গুঁড়ো মরিচ ব্যবহার শুরু করেছেন। কাওরান বাজারের মরিচের পাইকারি বিক্রেতা জসিম জনকণ্ঠকে বলেন, কাঁচামরিচ পচনশীল পণ্য। মজুদ করার কোন সুযোগ নেই। এবছর অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশে উৎপাদন কম হয়েছে। তবে ঘাটতি পূরণে ফের আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এ সপ্তাহ নাগাদ মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। খুচরা ব্যবসায়ীরা বলেন, পাইকারি বাজারে দাম কিছুটা কমেছে। গাড়ি ভাড়া দেয়াসহ অন্যান্য খরচ থাকায় দাম সেভাবে কমছে না। তবে শীঘ্রই দাম কমে যাবে। বাজারে মরিচের সরবরাহ বাড়ছে।
×