ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিধবাকে বিয়ে করলে পুরস্কার

প্রকাশিত: ০৬:১২, ১০ অক্টোবর ২০১৭

বিধবাকে বিয়ে করলে পুরস্কার

ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার নতুন একটি প্রকল্প চালু করছে। রাজ্যের কোন বিধবা নারীকে কেউ বিয়ে করলে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যাবে দুই লাখ রুপি। রাজ্য সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয় এ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। তবে এই বিয়ের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। বিধবা নারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। আর যে পুরুষ ওই বিধবা নারীকে বিয়ে করবেন তাঁর প্রথম বিয়ে হতে হবে। -টাইমস অব ইন্ডিয়া হৃদরোগ থেকে বাঁচতে... আপনি যদি প্রত্যেকদিন উপযুক্ত পরিমাণ পটাশিয়াম পূর্ণ খাবার না খান, তাহলে আপনার কার্ডিওভাসকুলার বা হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রত্যেকদিন একটি করে কলা খেলে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। শরীরে পটাশিয়ামের পরিমাণ কম হলে ধমনী শক্ত হয়ে যায় এবং ধমনীর চলাচলও অনিয়মিত হয়ে যায়। ফলে হৃদরোগের আশঙ্কাও বেড়ে যায় । তাহলে হৃদরোগ প্রতিরোধ করতে নিয়মিত একটি করে কলা খান। -এনডিটিভি অনলাইন
×