ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

প্রকাশিত: ০৬:১১, ১০ অক্টোবর ২০১৭

রাজধানীতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

বিআরটিএ’র দুটি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় সোমবার দিনব্যাপী মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর অধীনে বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৪১টি মামলায় ৭৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় এবং একটি হিউম্যান হলার ডাম্পিং স্টেশনে প্রেরণ করেছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সায়েদাবাদ এলাকায় মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ২১টি মামলায় ৫১,০০০/- টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি মামলায় ২৭,২০০/- টাকা জরিমানা আদায় এবং একটি হিউম্যান হলার ডাম্পিং স্টেশনে প্রেরণ করেছে। বিজ্ঞপ্তি
×