ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেন প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৬:১১, ১০ অক্টোবর ২০১৭

ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেন প্রতিনিধি দলের সাক্ষাত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ স্পেনের সান্তিয়াগো দি কম্পোসতেলা ইউনিভার্সিটির অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মসকুয়েরার নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে প্রতিনিধি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের সান্তিয়াগো দি কম্পোসতেলা ইউনিভার্সিটির মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অধ্যাপক আম্পারো পোর্তা রিভাস এবং অধ্যাপক ভিক্টোরিয়া ভেজকুয়েজ। দু’দিনব্যাপী আন্তর্জাতিক উর্দু সম্মেলন শুরু ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের উদ্যোগে ‘উর্দু ইন দ্যা কনটেমপোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক উর্দু সম্মেলন শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি থেকে সম্মেলন উদ্বোধন করেন।
×