ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে চোখের রোগ বিষয়ে সচেতনতামূলক র‌্যালি

প্রকাশিত: ০৬:১০, ১০ অক্টোবর ২০১৭

বিএসএমএমইউতে চোখের রোগ বিষয়ে সচেতনতামূলক র‌্যালি

চোখের যত্ন ও চক্ষু রোগ বিশেষ করে চোখের গ্লকোমা ও চোখের টিউমার (রেটিনোব্লাস্টোমা) বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ এবং বি ব্লকের মধ্যবর্তীস্থল বটতলা থেকে সোমবার সকাল ৯টায় সচেতনমূলক বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে। এশিয়া প্যাসেফিক আই কেয়ার সপ্তাহ ২০১৭ (৯-১৫ অক্টোবর) উপলক্ষে বের হওয়া র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে বহির্বিভাগ ভবন-১-এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি)-ও এশিয়া প্যাসেফিক একাডেমি অব অফথালমোলজির (এপিএও) যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, এশিয়া প্যাসেফিক একাডেমি অব অফথালমোলজির (এপিএও) সহসভাপতি অধ্যাপক ডাঃ আভা হোসেন। আরও উপস্থিত ছিলেন চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ জাফর খালেদ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ওএসবির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডাঃ আনিসুর রহমান প্রমুখসহ চক্ষু চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×