ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জগন্নাথ ভার্সিটি অনুকরণীয় হয়ে থাকবে ॥ ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৯, ১০ অক্টোবর ২০১৭

জগন্নাথ ভার্সিটি অনুকরণীয় হয়ে থাকবে ॥ ত্রাণমন্ত্রী

জবি সংবাদদাতা ॥ মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পক্ষে থেকে ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোহিঙ্গাদের জন্য যে ত্রাণসামগ্রী প্রদান করেছে তা অনুকরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সুষ্ঠুভাবে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য তিন হাজার একর জায়গায় পঁচাত্তর হাজার ঘর ও আঠারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। তাদের খাদ্য, অস্থায়ীভাবে বসবাসের স্থান, পানীয়, পয়ঃনিষ্কাশন ও চিকিৎসাসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে যা বিশ্বদরবারে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। রোহিঙ্গাদের জন্য এই ত্রাণ কর্মসূচীতে সরকারী বরাদ্দের পাশাপাশি দেশী-বিদেশী ব্যাপক সহযোগিতা পাওয়া যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একযুগ পূর্তি এবং ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আড়ম্বরতা পরিহার করে ওই অনুষ্ঠানের জন্য ব্যয়িতব্য অর্থ দিয়ে ত্রাণসামগ্রী রোহিঙ্গাদের মাঝে বিতরণের কর্মসূচী গ্রহণ করে বিশ্ববিদ্যালয়।
×