ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সত্তর বছর পর হানিমুন

প্রকাশিত: ০৫:৫৮, ১০ অক্টোবর ২০১৭

সত্তর বছর পর হানিমুন

ব্রিটেনের দুই অশীতিপরকে মধুচন্দ্রিমার জন্য সত্তর বছর অপেক্ষা করতে হয়েছে। শৈশবে দেখা হওয়ার পর এই প্রথম তারা বিয়ে করতে সক্ষম হয়েছেন। তবে তাদের মধুচন্দ্রিমা খুব ভালভাে কাটেনি। একটি বিমানে তেরো ঘণ্টা অবস্থান করার পর দুঃস্বপ্নের যাত্রা দিয়ে তাদের মধুচন্দ্রিমার ইতি ঘটে। যে জায়গা থেকে বিমানটি উড্ডয়ন করেছিল সেখানেই তারা নেমে যেতে বাধ্য হন। ইংল্যান্ডের সমারসেটের সমুদ্র উপকূলবর্তী শহর ওয়েসটান-সুপার-মেয়ারের বাসিন্দা জিওফ ব্লিস (৮৪) ও তার স্ত্রী শেইলার (৮০) মধ্যে কিশোর বয়সে দেখা হয়েছিল। কিন্তু গত মাসের তার গাঁটছড়া বাঁধেন। দু’জনেই ইতোমধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন। সোমবার সকাল সাতটা ২০ মিনিটে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ব্রিস্টল থেকে পুর্তগিজ দ্বীপপুঞ্জের মাদিরা বিমানবন্দরের উদ্দেশে একটি ফ্লাইটে ওঠেন। সাড়ে তেরো ঘণ্টার আকাশ যাপনের পর ফের ব্রিস্টলে তাদের জোর করে নামিয়ে দেয়া হয়েছে। তাদের ফ্লাইটে সর্বমোট সময় লাগার কথা ছিল তিন ঘণ্টা চল্লিশ মিনিট। কিন্তু বিমানটি গন্তব্যস্থলে অবতরণ করতে দুই-দুইবার ব্যর্থ হয়। কাজেই জ্বালানি সরবরাহের জন্য বিমানটি নামতে পারেনি। বিমানটিতে রক্ষিত খাদ্যও ফুরিয়ে গিয়েছিল। অশীতিপর নবদম্পতির কাছে কেবল খাওয়ার মতো এক প্যাকেট বাদাম ছিল। ব্লিস বলেন, তাদের অবকাশ যাপন পুরোপুরি ভ-ুল হয়ে গেছে। তার স্ত্রীও ওই বিমানটিতে ভ্রমণের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। যদিও বিমান কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। -মেইল অনলাইন
×