ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকির ট্রফি উন্মোচন

প্রকাশিত: ০৫:৪৫, ১০ অক্টোবর ২০১৭

এশিয়া কাপ হকির ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে হয়ে গেল দশম হিরো এশিয়া কাপ হকির ট্রফি উন্মোচন। ১৯৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। দীর্ঘ ৩২ বছর পর ফের দশম এশিয়া কাপের আয়োজক হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ হকির কিংবদন্তি আবদুস সাদেক সে সময়ও ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক, এবারও এশিয়া কাপের সময় বাহফের সাধারণ সম্পাদক তিনিই! এশিয়া হকি ফেডারেশনের (এএইচএফ) সিইও তৈয়ব ইকরাম তো প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে। কদিন আগেও হকির যে অবকাঠামো ছিল সেটির চেয়ে ঢের উন্নতি দেখতে পেয়েছেন এশিয়া হকির এই কর্তা। তিনিও আশ্বস্ত করলেন বাংলাদেশকে। আন্তর্জাতিক ভেন্যুও হয়ে যেতে পারে বাংলাদেশ। ‘বাহফে কর্তাদের চাহিদার ফসল এই এশিয়া কাপ। তারা তাদের কথা রেখেছে। এএইচএফের প্রধান শর্ত ছিল ফ্লাডলাইট। সেটি তারা পূরণ করতে পেরেছে। অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ একসময় তাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। এসব উন্নতির জন্য ক্রীড়া মন্ত্রণালয়সহ সব সহযোগী মন্ত্রণালয় এবং বিশেষ করে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা রইল।’ মঞ্চে আরও উপস্থিত ছিলেন এএইচএফের সদস্য বাংলাদেশের আব্দুর রশিদ সিকদার, হিরো মটর্সের অজয় সিনহা, এএইচএফ-এর স্পোর্টস ডিরেক্টর এলিজাবেথ ফার্স্ট। মঞ্চের একপাশে চারটি আসনে উপবিষ্ট ছিলেন ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ ইরফান, ভারতের মনপ্রীত সিং, জাপানের ইয়ামাশিতা মানাবু। অপরপাশে ছিলেন ‘বি’ গ্রুপে থাকা দক্ষিণ কোরিয়ার অধিনায়ক জাং মানজাই এবং মালয়েশিয়া, চীন ও ওমানের অধিনায়ক। পাকিস্তান, ভারত ও দক্ষিণ কোরিয়ার অধিনায়কেরা শিরোপা জয় করার কথা বললেও বাংলাদেশের অধিনায়ক জিমি ভাল খেলার এবং একটা অঘটন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন।
×