ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোহাটিতে দ্বিতীয় টি২০ আজ, টিকে থাকতে মরিয়া সফরকারী অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

প্রকাশিত: ০৫:৪০, ১০ অক্টোবর ২০১৭

সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি২০ আজ। বৃষ্টিবিঘিœত প্রথম লড়াইয়ে ৯ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ভারত। ওয়ানডে সিরিজ ৪-১এ জিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে বিরাট কোহলির দল। স্বাগতিকরা এবার এক ম্যাচ হাতে রেখে টি২০ সিরিজও নিশ্চিত করতে চায়। অন্যদিকে ঢাকা টেস্টে হেরে বাংলাদেশ সফরে সিরিজ ড্র করার পর ভারতে ওয়ানডে হারের ক্ষতে প্রলেপ বোলাতে অতিথিরাও ভাল কিছু করতে মরিয়া। সিরিজ বাঁচিয়ে রাখতে অসিদের সামনে আজ জয়ের কোনও বিকল্প নেই। তবে কাজটা কঠিন। এমনিতে ইনজুরির কারণে দেশে ফিরে গিছেন নিয়মিত অধিনায়ক ও ব্যাটিংয়ের অন্যতম ভরসা স্টিভেন স্মিথ। তার ওপর সফরে ভারতের দ্বিতীয় সারির স্পিনারদের মোকাবেলায় গলদঘর্ম তারা! কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে হলে সেরাটা দিতে হবে বলে মনে করছেন ভারপ্রাপ্ত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রাঁচিতে বৃষ্টিবিঘিœত প্রথম টি২০তে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া। ওয়ার্নার করেন সর্বোচ্চ ৪২ রান। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র দুই ব্যাটসম্যান! পেসার জাসপ্রিত বুমরাহ ও স্পিনার কুলদিপ যাদব নেন দুটি করে উইকেট। একটি করে শিকার ভূবনেশ্বর কুমার, হারদিক পান্ডিয়া ও যুবেন্দ্র চাহালের। জবাবে ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৪৮ রানের ছোট লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অবশ্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি নিয়ে ফের বিস্ময় প্রকাশ করেন কোহলি, ‘বৃষ্টির আইনের নিয়মটা বোধগম্য নয়! ১১৮ রানে প্রতিপক্ষকে আটকে রাখার পরও, আমাদের সামনে টার্গেট ৪৮ রান, কিভাবে হলো বুঝতে পারছি না।’ ভারত অধিনায়ক যদিও তার বোলারদের নৈপুণ্যে খুশি, ‘এটি শুধুমাত্র খেলোয়াড়দের প্রচেষ্টাই নয়, ম্যানেজমেন্ট গ্রুপেরও বড় অবদান। ফরম্যাট অনুযায়ী বিশেষজ্ঞ বোলারদের নেয়া এবং তাদের ভাল করতে উৎসাহ দেয়া বড় কাজ। ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব-যুবেন্দ্র চাহাল প্রত্যেকে চমৎকার করছে।’ তিন ভার্সনেই ভারতকে ওড়ানো কোহলি বোলারদের প্রশংসায় আরও যোগ করেন, ‘সীমিত ওভারে ভুবি (ভুবনেশ্বর) ও বুমরাহ দুর্দান্ত। আপনাকে ইয়োর্কার ও স্লোয়ার বল সঠিকভাবে করতে হবে এবং সেই স্কিল থাকা আবশ্যক। কিন্তু একই সঙ্গে বুদ্ধিদীপ্ত বিচক্ষণতার বিকল্প নেই, অবশ্যই নিখুঁতভাবে মাথা খাটাতে হবে, ব্যাটসম্যান যেন ভুল জায়গায় হিট করে। ওরা সেটাই করছে। আর রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজার মতো সিনিয়রের বিশ্রামে চাহাল-কুলদিপরা বুঝিয়ে দিচ্ছে ওরাও প্রস্তুত।’ অন্যদিকে ভারপ্রাপ্ত অস্ট্রেলিয়া অধিনায়ক ওয়ার্নার বলেন, ‘রাচিতে মিডল-অর্ডারে আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। ১১৮ রান, প্রতিপক্ষের জয়ের পথ সহজ করে দেয়। স্কোর বোর্ডে এত অল্প রান তুলে জয়ের আশা করা যায় না। তবে এক হারে সিরিজ শেষ হয়ে যায়নি। আশা করি, গোহাটিতে ঘুরে দাঁড়াতে পারব। এজন্য নিজেদের সামর্থ্যরে সেরাটা দিতে হবে।’ বছরের শুরুতে ভারতে এসে টেস্ট সিরিজেও হেরেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে ব্যর্থতার পর টি২০তে বাজে শুরু। উপমহাদেশে অসিদের চিরায়ত দৈন্যই ফুটে ওঠে। এ পর্যন্ত মুখোমুখি ১৪ টি২০র ১০টিতে জয় ভারতের, অস্ট্রেলিয়ার সাফল্য ৪। দেখা যাক, ওয়ার্নাররা শেষটা ভাল করতে পারেন কি না।
×