ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই বাসের চাপায় সিএনজি চালক নিহত

প্রকাশিত: ০৫:৩১, ১০ অক্টোবর ২০১৭

রাজধানীতে দুই বাসের চাপায় সিএনজি চালক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে এক সিএনজিচালক নিহত হয়েছেন। আদাবরে এক সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় দুটি বাসের মাঝে চাপা পড়ে জাহিদ হোসেন নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। জাহিদের গ্রামের বাড়ি নড়াইল জেলার নরাকাটি উপজেলার প্রহরডাঙ্গার গ্রামে। নিহত জাহিদের সহকর্মী আবুল বাশার জানান, জাহিদ পেশায় সিএনজিচালক। আগের রাতে সিএনজি চালিয়ে সোমবার সকালে ধোলাইপাড় এলাকায় জাহাঙ্গীরের গ্যারেজে সিএনজিটি জমা দেন তিনি। এরপর ধোলাইপাড়ের নবীনগর থেকে রামপুরার বাসার উদ্দেশে একটি বাসে উঠতে যান। এ সময় পেছন থেকে আরেকটি বাস ওই বাসটিকে ওভারটেক করতে যায়। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে জাহিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। বিকেলে ঢামেক মর্গে জাহিদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সাংবাদিকের বাসায় চুরি রাজধানীর আদাবরে দিনদুপুরে এক সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা সাংবাদিক কামরুজ্জামান কাজলের রুমের তালা ভেঙ্গে নগদ ১ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় সোমবার আদাবর থানায় মামলা হয়েছে। সাংবাদিক কাজল জানান, রবিবার চোররা আদাবরের তার বাসার তালা খুলে ও হ্যাজ বোল্ট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, ২২৮ ইউরো, ৩০০ ডলার, সাড়ে তিন হাজার ভারতীয় রুপী, প্রায় ৫০টি দেশের বিভিন্ন মানের টাকা, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সময়ের পুরনো ও নতুন মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা এবং নগদ ১৮ হাজার ৫০০ টাকা চুরি করে। পরে দুর্বৃত্তরা বাসার পেছনের গ্রিল কেটে পালিয়ে যায়। সাংবাদিক কাজল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ সম্পাদক ছিলেন।
×