ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার বিরুদ্ধে ওয়ারেন্ট

কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৬, ১০ অক্টোবর ২০১৭

কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী দিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচী ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে কুমিল্লার জেলা ও দায়রা জজ চৌদ্দগ্রামে দুই বছর আগে বাসে পেট্রোলবোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার চোখে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। তিনি এখনো লন্ডনে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা শেষে তিনি যথা সময়ে দেশে ফিরবেন। তার ফেরার সময়ও আসন্ন। এই মুহূর্তে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক। বিএনপির পক্ষ থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকেও পৃথক কর্মসূচী ঘোষণা করা হয়েছে। তাদের কর্মসূচী অনুযায়ী আজ মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। অপরদিকে ছাত্রদলের ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এছাড়া, বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। সোমবার সংগঠন দুটির পক্ষ থেকে আলাদা আলাদা এই কর্মসূচী ঘোষণা করা হয়। এদিকে এই গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলও আজ সব জেলা ও মহানগরে বিক্ষোভ ও মিছিল সমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদের পর সোমবার মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাইফুল ইসলাম ফিরোজ, এসএম জিলানীসহ নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
×