ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অতিথি আগামী প্রকাশনী

প্রকাশিত: ০৪:৫৯, ১০ অক্টোবর ২০১৭

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অতিথি আগামী প্রকাশনী

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের বৃহত্তম আয়োজন ফ্রাঙ্কফুর্ট বইমেলা আগামীকাল বুধবার থেকে জার্মানিতে শুরু হচ্ছে। এবার ৬৯তম আসর। এই আসরে বাংলাদেশও অংশগ্রহণ করছে। দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান আগামী আমন্ত্রিত হয়ে মেলায় যোগ দিচ্ছে। প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধার ওসমান গনি জানান, ফ্রাঙ্কফুর্টের মেলায় নিজেদের প্রকাশনাগুলো তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশ। এই মেলায় বই বিক্রি হয় না। তবে বই বাজারজাত করার প্রক্রিয়াগুলো সম্পর্কে ভাল ধারণা পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশের নামী-দামী প্রকাশকরা মেলায় উপস্থিত হন। তাদের নিজস্ব প্রকাশনা নিয়ে চলে বহুবিধ আলোচনা। বাংলাদেশের বই নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বিভিন্ন দেশের প্রকাশকদের মধ্যে আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হয়। মেলায় আগামী প্রকাশনীকে সৌজন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে (স্টল নং হলো ৫.১/বি ১৩৪) ওয়েবসাইট: http:/www.buchmesse.de/de. জার্মান সরকার ও ফ্রাঙ্কফুর্ট বইমেলা কর্তৃপক্ষ পরিচালিত একটি কর্মসূচীতে অংশ নিতে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মিতিয়া ওসমান ইতোমধ্যে জার্মানিতে পৌঁছেছেন। এ মাসের ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচীতে তার অংশ নেয়ার কথা রয়েছে। এ বিষয়ে জার্মান বুক অফিস বুলেটিনের ২৬০ এডিশনে মিতিয়ার সাক্ষাতকার প্রকাশ হয়েছে। ২৬৫ এডিশনে তার বিষয়ে বলা হয়েছে- আগামী প্রকাশনীর নির্বাহী পরিচালক মিতিয়া ওসমান তিসমা বাংলাদেশ আমন্ত্রণ প্রোগ্রাম ২০১৭ সালের জন্য নির্বাচিত হয়েছেন। ১৯৮৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত আগামী প্রকাশনী বাংলাদেশের শীর্ষ প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে একটি। আগামী প্রকাশনী মুক্তিযুদ্ধের ওপর সবচেয়ে বেশি বই প্রকাশের জন্য বিখ্যাত। সংস্থাটি, সৃজনশীল মননশীল, ও গবেষণাধর্মী বই প্রকাশ করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ সময়ের দেশের শীর্ষস্থানীয় লেখক, কবি, সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীর প্রতিনিধিত্বশীল ও নির্ভরযোগ্য বই প্রকাশ করেছে। এখন পর্যন্ত ২০০০টিরও বেশি শিরোনামের বই এখান থেকে প্রকাশিত হয়েছে। এই তালিকায় রাজনীতি, আত্মজীবনী, স্মৃতিকথা, কবিতা, প্রবন্ধ বাংলা ও ইংরেজী উভয় ভাষার বই এবং শিশুদের বই রয়েছে। এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলা চলবে ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।
×