ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব

প্রকাশিত: ০৪:৫৭, ১০ অক্টোবর ২০১৭

রাজশাহীতে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্র গবেষক ও অনুরাগীদের নিয়ে রাজশাহীতে আগামী ১৩ অক্টোবর শুরু হচ্ছে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখা এই উৎসবের আয়োজন করছে। গতকাল সোমবার বেলা ১১টায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার সভাপতি তাপস মজুমদার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার প্রধান উপদেষ্টা কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, সাধারণ সম্পাদক মনিরা রহমান, সহ-সভাপতি আব্দুর রকিব, নির্বাহী সদস্য মহেন্দ্রনাথ অধিকারী, সম্পাদক সেলিম রেজা প্রমুখ। সংবাদ সম্মেলনে তাপস মজুমদার জানান, আগামী ১৩ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও সংগঠক ড. সনজীদা খাতুন। উৎসবের উদ্বোধন করবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। অতিথি থাকবেন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক সনৎকুমার সাহা এবং বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। বিকেল ৫টায় দ্বিতীয় অধিবেশনে থাকবে সমবেত রবীন্দ্র সঙ্গীত, স্থানীয় ও অতিথি শিল্পীদের একক রবীন্দ্র সঙ্গীত, একক ও সমবেত নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত ও গণসঙ্গীত এবং নৃত্য। উৎসবের দ্বিতীয় দিন ১৪ অক্টোবর সকালে সমবেত ও একক রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শুরু হবে। এরপর রবীন্দ্রনাথের কর্ম ও জীবন নিয়ে আয়োজিত সেমিনারে আলোচনা করবেন ড. সনজীদা খাতুন ও অধ্যাপক ড. সুব্রত মজুমদার। বিকেল ৫টায় দ্বিতীয় অধিবেশনে থাকবে সমবেত রবীন্দ্রসঙ্গীত, একক ও বৃন্দ আবৃত্তি, নৃত্য, গণসঙ্গীত ও অতিথি শিল্পীদের পরিবেশনা। তাপস মজুমদার জানান, উৎসব উপলক্ষে স্কুল পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উৎসবের প্রথম দিনে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস অরুণ কুমার বসাক। উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের গল্প, গান, কবিতাকে আশ্রয় করে গত ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী আর্টক্যাম্পের আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭০ শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করে। তাদের আঁকা চিত্রকর্মগুলো উৎসবস্থলে প্রদর্শন করা হবে। তাপস মজুমদার বলেন, রোহিঙ্গাসহ বিশ্বব্যাপী শরণার্থী সঙ্কটের এই বিরূপ সময়ে মানুষের শুভবোধ ও মানবতাকে জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে এই উৎসবের আয়োজন। রাজশাহীবাসী এই উৎসবে অংশগ্রহণ করে মানুষের সৃজনশীলতাকে উৎসাহিত করবে বলে আশা করেন তিনি।
×