ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাদুঘরে আইভীর মৃৎশিল্প প্রদর্শনীর সমাপনী আজ

প্রকাশিত: ০৪:৫৪, ১০ অক্টোবর ২০১৭

জাদুঘরে আইভীর মৃৎশিল্প প্রদর্শনীর সমাপনী আজ

স্টাফ রিপোর্টার ॥ বর্ষীয়ান মৃৎশিল্পী আকতারুন নাহার আইভী। সিরামিক, পোড়ামাটি ও পেইন্টিং এ তিন মাধ্যমে কাজ করেন তিনি। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বরেণ্য এ শিল্পীর একক মৃৎশিল্প প্রদর্শনী। জাতীয় জাদুঘর ও গ্যালারি কসমসের যৌথ আয়োজনে প্রদর্শনীতে তার শতাধিক শিল্পকর্ম স্থান পাচ্ছে। ৯ দিনব্যাপী এই আয়োজনের আজ শেষ দিন। এ প্রসঙ্গে শিল্পী আইভী বলেন, আমি সবসময় সাধারণ মানুষ এবং তাদের জীবন ও প্রকৃতি নিয়ে কাজ করতে ভালবাসি। প্রদর্শনীর জন্য নির্বাচিত শিল্পকর্মগুলোও মানুষ ও প্রকৃতি নির্ভর। শিল্পকর্মে ব্যবহৃত উপাদান খুব সাধারণ। আমি চেষ্টা করি আমার কাজে বিমূর্ততার পাশাপাশি বাস্তবতার ছাপ ফুটিয়ে তুলতে। যেন, দর্শণার্থীরা সহজেই তা অনুধাবন করতে সক্ষম হয়। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এবং শুধু শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বলে আয়োজক সূত্রে জানা গেছে। এর আগে ২ অক্টোবর সোমবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সেওং-দু, বরেণ্য শিল্পী হাশেম খান এবং বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন। প্রদর্শনীটি আজ শেষ হচ্ছে।
×