ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৮, ১০ অক্টোবর ২০১৭

টুকরো খবর

শিশু নির্যাতনকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ অক্টোবর ॥ সাত বছরের শিশু ইমনকে ব্লেড দিয়ে পুচিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় জড়িত মজিবর সরদারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্য রাতে জনকণ্ঠে ‘শরীরের ব্লেডের পোচ, সাত বছরের শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন’ শিরোনামে প্রকাশিত রিপোর্ট দেখে ওই রাতেই বাউফল থানার ওসি আযম খান ফারুকী ওই শিশুকে দেখতে বাউফল হাসপাতালে যান এবং নির্যাতনকারী মজিবরকে গ্রেফতার করা হয়। চবি ছাত্রলীগের মানববন্ধন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তাপস সরকারের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে চবি ছাত্রলীগ। সোমবার দুপুরে চবি বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তাপস ছাড়াও ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, ছাত্রলীগ নেতা আসাদ হত্যার বিচারও দাবি করা হয়। পরে তাপস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আশরাফুজ্জামান আশার কুশপুতুল দাহ করা হয়। চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, ‘তাপস হত্যাকা-ের পর তৎকালীন উপউপাচার্য ও বর্তমান উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আশ্বাস দিয়েছিলেন তাপসের পরিবারের পাশে থাকবেন। কিন্তু তিনি উপাচার্য হওয়ার পরও এখন পর্যন্ত আমাদের অন্যতম দাবি তপসের পরিবারের একজনের বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা হয়নি।’ আওয়ামী লীগ নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৯ অক্টোবর ॥ চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় ডলার, সৌদি রিয়াল ও টাকা ছিনতাই করার অভিযোগে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে রামপুর পাটোয়ারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, এলাকায় গত ২৫ সেপ্টেম্বর ভোর সকাল ৬টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গোকরা ব্রিজসংলগ্ন এলাকায় দিয়ে হাজীগঞ্জ পৌরসভার মুকিবাদ এলাকার মাহমুদ হাছনের গতিরোধ করে কাঞ্চন ও তার সহযোগীরা। এ সময় তারা হাছানকে পিটিয়ে তার সঙ্গে থাকা ১৬ লাখ টাকা মূল্যের ডলার, রিয়াল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবা জব্দ করেন। আটক করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। সিএমপি সূত্রে জানানো হয়, সোমবার সকাল ৮টার দিকে ষোলশহর রেলস্টেশনে ২০ হাজার ইয়াবার একটি চালানসহ আটক করা হয় নাজিম উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে। সে চট্টগ্রাম নগরীর মাদক জোন হিসেবে বরিশাল কলোনি পরিচিত। নাজিম উদ্দিনের পিতার নাম রমিজ উদ্দিন। দোহাজারী রুটের একটি ট্রেনে ইয়াবার চালানটি নিয়ে আসা হয়েছিল। উদ্দেশে ছিল চট্টগ্রাম নগরীতে এগুলো বিক্রি করা। যুবককে এসিড নিক্ষেপ স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর এলাকায় রবিবার রাতে প্রতিপক্ষের ছোড়া এসিডে এক যুবকের শরীর ঝলসে গেছে। এসিডদগ্ধ যুবক হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের মেরাজুল ইসলাম। মেরাজুলের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাতে মেরাজুল ইসলামের শরীরে এসিড ছুড়ে মারে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এসিড আক্রান্ত মেরাজুলের ভাতিজা সোহেল রানা জানান, রবিবার রাত আড়াইটার দিকে বাড়ির প্রাচীর টপকিয়ে ঘরের মধ্যে ঢুকে এসিড ছুড়ে মারা হয় মেরাজুলের শরীরে। এ সময় তিনি তার স্ত্রী সুমি বেগম এবং ৫ বছরের শিশু সন্তান সাব্বিরকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। মাগুরায় ৩২ জন আটক নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ অক্টোবর ॥ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ জন গ্রেফতার ও ২টি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে চালান দেয়া হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে। রবিবার রাতে জেলার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রাম থেকে পুলিশ দুটি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। আবার ডুমুরশিয়া বাজারে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন বাবুখালী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে তার মধ্যে থেকে দুটি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
×