ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:৩৭, ১০ অক্টোবর ২০১৭

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ অক্টোবর ॥ একটি ষড়যন্ত্রকারী মহল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সোমবার দুপুরে মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ। তিনি বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। চেয়ারম্যান হিসেবে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দেয়া আমার কর্তব্য। আর আমার ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এতে আমার সুনামও রয়েছে। এখন আমার প্রতিপক্ষ বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন আমি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তদন্ত মোতাবেক ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এ সময় বক্তব্যে রাখেনÑ ইউপি সদস্য সাইদুর রহমান, সিরাজ মিয়া, নবী হোসেন, সিরাজুল ইসলাম, আলম হোসেন, যুবলীগ নেতা হামিদুল হক খোকন, এজাজ আহাম্মেদ, ইলিয়াছ মিয়া, শামিম হাসান, ইব্রাহীম হোসেন, আহসান আলী, অনুপম হাসান ফরিদ প্রমুখ। রাস্তার পাশে ক্লিনিক্যাল বর্জ্য নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ অক্টোবর ॥ কলাপাড়া পৌরশহরের ব্যস্ততম রাডার স্টেশন ও হাইস্কুলের মাঝের সড়কটির পাশেই ফেলা হচ্ছে ক্লিনিক্যাল বর্জ্য। সুই, সিরিঞ্জ থেকে শুরু করে সব ধরনের বর্জ্য সড়কটির দুই পাশে ফেলছে ক্লিনিক মালিকরা। ফলে সড়কটিতে চলাচলকারী পথচারীদের শঙ্কা থাকছে পায়ের নিচে পড়ে কেটে যাওয়ার। এছাড়া পরিবেশ দূষণ তো হচ্ছেই। ময়লা-আবর্জনায় একাকার হয়ে থাকছে। বিশেষ করে এ সড়ক দিয়ে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বহু শিক্ষার্থী চলাচল করছে। খোলামেলা সিরিঞ্জ, ইনজেকশনের খালি শিশিসহ সব ধরনের ক্লিনিক্যাল বর্জ্যে সড়কটি এখন চলাচল অনুপযোগী হওয়ার শঙ্কা। পৌরসভা কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে এসব মাঝে মাঝে অপসারণ করে। কিন্তু ক্লিনিক মালিকরা এটি নিজস্ব উদ্যোগে পুড়িয়ে ধ্বংস করার নিয়ম রয়েছে। একাধিক ক্লিনিক মালিকরা এনিয়ে কোন সদুত্তর দেননি। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, পটুয়াখালী সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে আলোচনা করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
×