ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে চার পুলিশ আহত

প্রকাশিত: ০৪:৩৬, ১০ অক্টোবর ২০১৭

গোবিন্দগঞ্জে আসামি ধরতে গিয়ে চার পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৯ অক্টোবর ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদে ও হত্যাকা- মামলার আসামি ইউপি সদস্য শাহ আলমকে রবিবার রাতে গ্রেফতার করতে গিয়ে পুলিশের (পিবিআই) ওপর হামলা করে এবং তাদের ঘেরাও করে রাখে। এ ব্যাপারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা ৮ রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে ওই ইউপি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় পিবিআইর ৪ জন সদস্য আহত হয়। আহতরা হচ্ছেÑ এসআই প্রভাত চন্দ্র বর্মণ ও মোজাম্মেল হক, এএসআই শাহ জালাল এবং কনস্টেবল বজলুর রশীদ। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এবং অতিরিক্ত পিবিআই সদস্য ঘটনাস্থলে যায়। পরে গোবিন্দগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পিবিআই সদস্য ও মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহ আলমকে থানায় নিয়ে আসে। জানা গেছে, রবিবার রাত ১০টায় সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই মামলার আসামি ধরতে যায়। বাজারের একটি সেলুন থেকে মামলার অন্যতম আসামি সাপমারা ইউপি সদস্য শাহ আলমকে গ্রেফতার করে। এ সময় তাকে ছিনিয়ে নিতে তার সন্ত্রাসী সহযোগীরা হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওই ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে এএসআই শাহ জালাল মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম ইক্ষু খামার এলাকার সাঁওতালপল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও গুলি করে ৩ সাঁওতালকে হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় সাঁওতালদের পক্ষে থমাস হেমব্রন বাদী হয়ে সাপামারা ইউপি সদস্য শাহ আলমসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫শ’ থেকে ৬শ’ জনকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করে।
×